২০ অক্টোবর ২০২৫, সোমবার, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
বিহার নির্বাচনে আরও ৬ আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস

কিবরিয়া আনসারি
- আপডেট : ২০ অক্টোবর ২০২৫, সোমবার
- / 121
পুবের কলম, ওয়েবডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনে আরও ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। সোমবার বিহার নির্বাচনে ছয় জন প্রার্থীর নাম ঘোষণা করল হাত শিবির। ফলে দলের ঘোষিত মোট প্রার্থীর সংখ্যা ৬০ এ পৌঁছাল। মধ্যরাতের পরে কংগ্রেসের তালিকা ঘোষণা করা হয়েছিল।
যদিও জোটের দুই প্রধান আরজেডি এবং কংগ্রেসের সাথে আনুষ্ঠানিক আসন ভাগাভাগি চুক্তি এখনও কার্যকর হয়নি। দলীয় সূত্রে খবর, বাল্মীকি নগর থেকে সুরেন্দ্র প্রসাদ কুশওয়াহা, আরারিয়া থেকে আবিদুর রহমান, আমৌর থেকে জলিল মস্তান, বারারি থেকে তৌকির আলম, কাহালগাঁও থেকে প্রবীণ সিং কুশওয়াহা এবং সিকান্দ্রা (এসসি) থেকে বিনোদ চৌধুরীকে প্রার্থী করেছে কংগ্রেস।