২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বৈদ্যুতিক তারে শক খেয়ে মৃত্যু এক প্রৌঢ়া, শোকের ছায়া এলাকায়

ইমামা খাতুন
  • আপডেট : ৩১ অগাস্ট ২০২২, বুধবার
  • / 106

PIC-COLLECTED

শুভজিৎ দেবনাথ, জলপাইগুড়ি: নাতির জন্যে শিশুশিক্ষা কেন্দ্র থেকে খাওয়ার নিয়ে ফেরার পথে রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে শক খেয়ে মৃত্যু হল এক মহিলার।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের  ঝাড় আলতা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উওর কাঠুলিয়া এলাকা।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে।মৃত মহিলার নাম প্রমিলা রায়।

 

আরও পড়ুন: জ়ুবিন গর্গের মৃত্যু ‘দুর্ঘটনা’ নয়, ‘খুন’, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত

পরিবার সূত্রে জানা যায়, বুধবার বাড়ি পার্শ্ববর্তী একটি অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে নাতির খাওয়া নিয়ে   ফিরছিলেন প্রমিলা রায়। সেই মুহূর্তে গাছের সংস্পর্শে এসে দুটি তারের মধ্যে একটি তার রাস্তার পাশে   ছিঁড়ে পড়ে থাকে।ফেরার সময় ছিড়ে পড়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসেই ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার।

আরও পড়ুন: ২০০২ সালে নাম ছিল, তবুও আতঙ্কে মৃত্যু!

 

আরও পড়ুন: ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ইসরাইলের, লাগাতার বিমান হামলায় বাড়ছে নিহতের সংখ্যা

ঘটনায় মুহূর্তের মধ্যে এলাকায় প্রচুর মানুষের ভিড় জমে যায়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধূপগুড়ি থানার পুলিশ।মৃতদেহ তুলতে পুলিশকে বাধা দেওয়া হয়।ঘটনাস্থলে বিদ্যুত দফতরের আধিকারিকরা আসলে তাদের ঘিরে চলে বিক্ষোভ।

 

ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত দেহ তুলতে দেহ হবে না বলে দাবি জানানো হয় পরিবারের তরফে।পরবর্তী পুলিশ প্রশাসনের তরফে বিষয়টি নিয়ে বসে আলোচনার আশ্বাস দেওয়া হয়।এরপর মৃতদেহ পুলিশের তরফে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হবে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বৈদ্যুতিক তারে শক খেয়ে মৃত্যু এক প্রৌঢ়া, শোকের ছায়া এলাকায়

আপডেট : ৩১ অগাস্ট ২০২২, বুধবার

শুভজিৎ দেবনাথ, জলপাইগুড়ি: নাতির জন্যে শিশুশিক্ষা কেন্দ্র থেকে খাওয়ার নিয়ে ফেরার পথে রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে শক খেয়ে মৃত্যু হল এক মহিলার।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের  ঝাড় আলতা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উওর কাঠুলিয়া এলাকা।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে।মৃত মহিলার নাম প্রমিলা রায়।

 

আরও পড়ুন: জ়ুবিন গর্গের মৃত্যু ‘দুর্ঘটনা’ নয়, ‘খুন’, বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত

পরিবার সূত্রে জানা যায়, বুধবার বাড়ি পার্শ্ববর্তী একটি অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে নাতির খাওয়া নিয়ে   ফিরছিলেন প্রমিলা রায়। সেই মুহূর্তে গাছের সংস্পর্শে এসে দুটি তারের মধ্যে একটি তার রাস্তার পাশে   ছিঁড়ে পড়ে থাকে।ফেরার সময় ছিড়ে পড়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসেই ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার।

আরও পড়ুন: ২০০২ সালে নাম ছিল, তবুও আতঙ্কে মৃত্যু!

 

আরও পড়ুন: ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ইসরাইলের, লাগাতার বিমান হামলায় বাড়ছে নিহতের সংখ্যা

ঘটনায় মুহূর্তের মধ্যে এলাকায় প্রচুর মানুষের ভিড় জমে যায়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধূপগুড়ি থানার পুলিশ।মৃতদেহ তুলতে পুলিশকে বাধা দেওয়া হয়।ঘটনাস্থলে বিদ্যুত দফতরের আধিকারিকরা আসলে তাদের ঘিরে চলে বিক্ষোভ।

 

ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত দেহ তুলতে দেহ হবে না বলে দাবি জানানো হয় পরিবারের তরফে।পরবর্তী পুলিশ প্রশাসনের তরফে বিষয়টি নিয়ে বসে আলোচনার আশ্বাস দেওয়া হয়।এরপর মৃতদেহ পুলিশের তরফে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হবে।