নিম্নচাপেরে জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা
- আপডেট : ২৯ জুলাই ২০২১, বৃহস্পতিবার
- / 49
পুবের কলম ওয়েবডেস্ক: আজ সকাল থেকেই আকাশের মুখ কালো করে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, এমনটাই জানান হয়েছে৷
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, মেদিনীপুর, বাকুড়া, বর্ধমানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দক্ষিণে শক্তিশালী হয়ে উঠছে নিম্নচাপটি। এর প্রভাবেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই দুর্যোগ শুরু।




























