২৪ নভেম্বর ২০২৫, সোমবার, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হিজাব নিয়ে আরও কড়া ইরান, এবার হিজাবে নজর রাখবে এ আই

সুস্মিতা
  • আপডেট : ৬ অগাস্ট ২০২৩, রবিবার
  • / 157

পুবের কলম, ওয়েবডেস্ক: হিজাব নিয়ে আরও কড়া পদক্ষেপ করছে ইরান সরকার। সঠিকভাবে হিজাব না পরলে ১০ দিন থেকে ২ মাস পর্যন্ত কারাবাসের সাজার নিদান ছিল। এবার সেই আইন সংশোধন করতে উদ্যোগ নিচ্ছে সরকার। সেই সংশোধনী আইনে বলা হয়েছে, হিজাব না পরলে এবার থেকে ৫ থেকে ১০ বছরের জেলে হতে পারে। বিপুল জরিমানার মুখেও পড়তে হবে। সাধারণ মহিলারাই শুধু নন, সেলিব্রেটিরাও এই নিয়ম থেকে ছাড় পাবেন না বলেই জানা গিয়েছে। নিয়ম ভাঙলেই তাদের কড়া শাস্তি ও জরিমানার মুখে পড়তে হবে। সূত্রের খবর, কোন মহিলারা সঠিকভাবে হিজাব পরছেন না, তা চিহ্নিত করার জন্য আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সও ব্যবহার করবে ইরান সরকার। ইতিমধ্যেই সরকার বিচার বিভাগের কাছে সংশোধনী বিলটি জমা দিয়েছে।

 

আরও পড়ুন: হরমুজ প্রণালি থেকে তেলবাহী জাহাজ বাজেয়াপ্ত করল ইরান

উল্লেখ্য, গত বছরই ইরান সরকার হিজাব নিয়ে কড়া নিয়ম এনেছিল। তার মাস খানেক পরই, সঠিকভাবে হিজাব না পরায় আটক করা হয়েছিল ২২ বছরের এক কুর্দিশ-ইরানিয়ান যুবতীকে। পুলিশি হেফাজতে ওই যুবতীর মৃত্যু হয়। ওই ঘটনার পরই বিদ্রোহের আগুনে জ্বলে ওঠে গোটা দেশ। মাসের পর মাস ধরে সেই বিক্ষোভ চলে। সেই রেশ কাটতে না কাটতেই আবার হিজাব বিদ্রোহ দমন করতে মরিয়া ইরান সরকার।

আরও পড়ুন: নতুন রাজধানী তৈরির ঘোষণা ইরানের

আরও পড়ুন: কর্নাটকের নার্সিং কলেজে কাশ্মীরি ছাত্রীদের হিজাব নিষেধাজ্ঞা! মুখ্যমন্ত্রীকে চিঠি ছাত্র সংগঠনের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হিজাব নিয়ে আরও কড়া ইরান, এবার হিজাবে নজর রাখবে এ আই

আপডেট : ৬ অগাস্ট ২০২৩, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: হিজাব নিয়ে আরও কড়া পদক্ষেপ করছে ইরান সরকার। সঠিকভাবে হিজাব না পরলে ১০ দিন থেকে ২ মাস পর্যন্ত কারাবাসের সাজার নিদান ছিল। এবার সেই আইন সংশোধন করতে উদ্যোগ নিচ্ছে সরকার। সেই সংশোধনী আইনে বলা হয়েছে, হিজাব না পরলে এবার থেকে ৫ থেকে ১০ বছরের জেলে হতে পারে। বিপুল জরিমানার মুখেও পড়তে হবে। সাধারণ মহিলারাই শুধু নন, সেলিব্রেটিরাও এই নিয়ম থেকে ছাড় পাবেন না বলেই জানা গিয়েছে। নিয়ম ভাঙলেই তাদের কড়া শাস্তি ও জরিমানার মুখে পড়তে হবে। সূত্রের খবর, কোন মহিলারা সঠিকভাবে হিজাব পরছেন না, তা চিহ্নিত করার জন্য আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সও ব্যবহার করবে ইরান সরকার। ইতিমধ্যেই সরকার বিচার বিভাগের কাছে সংশোধনী বিলটি জমা দিয়েছে।

 

আরও পড়ুন: হরমুজ প্রণালি থেকে তেলবাহী জাহাজ বাজেয়াপ্ত করল ইরান

উল্লেখ্য, গত বছরই ইরান সরকার হিজাব নিয়ে কড়া নিয়ম এনেছিল। তার মাস খানেক পরই, সঠিকভাবে হিজাব না পরায় আটক করা হয়েছিল ২২ বছরের এক কুর্দিশ-ইরানিয়ান যুবতীকে। পুলিশি হেফাজতে ওই যুবতীর মৃত্যু হয়। ওই ঘটনার পরই বিদ্রোহের আগুনে জ্বলে ওঠে গোটা দেশ। মাসের পর মাস ধরে সেই বিক্ষোভ চলে। সেই রেশ কাটতে না কাটতেই আবার হিজাব বিদ্রোহ দমন করতে মরিয়া ইরান সরকার।

আরও পড়ুন: নতুন রাজধানী তৈরির ঘোষণা ইরানের

আরও পড়ুন: কর্নাটকের নার্সিং কলেজে কাশ্মীরি ছাত্রীদের হিজাব নিষেধাজ্ঞা! মুখ্যমন্ত্রীকে চিঠি ছাত্র সংগঠনের