০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

৬০৯ নম্বর থেকে কিভাবে ২ নম্বরে এলেন? মোদির সঙ্গে আদানির ছবি দেখিয়ে সংসদে প্রশ্ন রাহুলের 

ইমামা খাতুন
  • আপডেট : ৭ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার
  • / 12

পুবের কলম ওয়েবডেস্ক: আদানি ইস্যুতে মঙ্গলবার সংসদে সরব হন রাহুল গান্ধি। গত আট বছরে ভারতে আদানি গোষ্ঠীর জাল বিছানো নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ। ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গৌতম আদানির সম্পর্ক কী?’ জানতে চান রাহুল। রাহুলের অভিযোগ, একাধিক ব্যবসায় বিনিয়োগের জন্য আদানি গোষ্ঠীকে অনুমোদন দেওয়া হয়েছে। আদানির জন্য একাধিক নিয়মেও পরিবর্তন এনেছে মোদি সরকার। রাহুলের অভিযোগ, ‘কোটিপতি এই ব্যবসায়ীকে সুবিধা দেওয়ার জন্যই বিদেশ নীতি পর্যন্ত সাজিয়েছে মোদি সরকার।’

রাহুল গান্ধি বলেছেন, ‘২০১৪ সালে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের   তালিকায় আদানি ৬০৯ নম্বরে ছিলেন।  তারপরে শুরু হল যাদু । আদানি বিশ্বের দুই নম্বর ধনী ব্যক্তি হয়ে গেলেন । এই কথা বলার  পরই রাহুল গান্ধি সাংসদে  প্রধানমন্ত্রী মোদির সঙ্গে গৌতম আদানির  ছবি দেখান।

লোকসভায় রাহুল বলেন,‘তামিলনাড়ু, কেরল থেকে হিমাচল প্রদেশ, আমরা সব জায়গায় শুনেছি একটাই নাম আদানি। সারা দেশে শুধু আদানি.. আদানি.. আর আদানি। মানুষ আমাকে জিজ্ঞাসা করেছেন,  আদানি যে ব্যবসায় করছেন তাতেই সাফল্য মিলছে কীভাবে? উনি কি কখনও ব্যর্থ হন না?’ প্রধানমন্ত্রী মোদির  সঙ্গে গৌতম আদানির সম্পর্ক নিয়ে রাহুল বলেন, ‘ওঁদের সম্পর্ক শুরু হয়েছিল বহু বছর আগে। তখন মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। একজন মানুষ কাঁধে কাঁধ  মিলিয়ে দাঁড়িয়েছিলেন মোদির সঙ্গে, তিনি বর্তমান প্রধানমন্ত্রীর অত্যন্ত অনুগত। গুজরাত আইডিয়ায় তিনি সাহায্য করেছিলেন  মোদিকে । তবে আসল ম্যাজিক  শুরু হল যখন প্রধানমন্ত্রী হয়ে দিল্লিতে এলেন। ’

রাহলের জন্য নিয়ম-কানুনে পরিবর্তন ঘটিয়ে আদানিকে ছয়টি বিমানবন্দর দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সিবিআই, ইডি-কে ব্যবহার করে দেশের সবচেয়ে লাভজনক বিমানবন্দর, মুম্বই বিমানবন্দর জিভিকে-র হাত থেকে কার্যত ছিনতাই করে আদানির হাতে তুলে দেওয়া হয়।  পূর্ব অভিজ্ঞতা ছাড়া বিমানবন্দরের উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব কাউকে দেওয়ার নিয়ম নেই। কিন্তু আদানির জন্য সেই নিয়ম পাল্টে ফেলে কেন্দ্রীয় সরকার।

বাংলাদেশ ও শ্রীলংকায় কিভাবে আদানিকে বরাত পাইয়ে দেওয়া হয়েছে তা নিয়েও সংসদে অভিযোগ করেন রাহুল। শ্রীলংকার কথা উলকে করে রাহুল বলেন, প্রধানমন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে আদানীকে বরাত পাইয়ে দিয়েছেন। সেই খবর সামনেও এসেছিল। এদিন লিখিত সেই অভিযোগ পাঠ করেন রাহুল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৬০৯ নম্বর থেকে কিভাবে ২ নম্বরে এলেন? মোদির সঙ্গে আদানির ছবি দেখিয়ে সংসদে প্রশ্ন রাহুলের 

আপডেট : ৭ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: আদানি ইস্যুতে মঙ্গলবার সংসদে সরব হন রাহুল গান্ধি। গত আট বছরে ভারতে আদানি গোষ্ঠীর জাল বিছানো নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ। ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গৌতম আদানির সম্পর্ক কী?’ জানতে চান রাহুল। রাহুলের অভিযোগ, একাধিক ব্যবসায় বিনিয়োগের জন্য আদানি গোষ্ঠীকে অনুমোদন দেওয়া হয়েছে। আদানির জন্য একাধিক নিয়মেও পরিবর্তন এনেছে মোদি সরকার। রাহুলের অভিযোগ, ‘কোটিপতি এই ব্যবসায়ীকে সুবিধা দেওয়ার জন্যই বিদেশ নীতি পর্যন্ত সাজিয়েছে মোদি সরকার।’

রাহুল গান্ধি বলেছেন, ‘২০১৪ সালে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের   তালিকায় আদানি ৬০৯ নম্বরে ছিলেন।  তারপরে শুরু হল যাদু । আদানি বিশ্বের দুই নম্বর ধনী ব্যক্তি হয়ে গেলেন । এই কথা বলার  পরই রাহুল গান্ধি সাংসদে  প্রধানমন্ত্রী মোদির সঙ্গে গৌতম আদানির  ছবি দেখান।

লোকসভায় রাহুল বলেন,‘তামিলনাড়ু, কেরল থেকে হিমাচল প্রদেশ, আমরা সব জায়গায় শুনেছি একটাই নাম আদানি। সারা দেশে শুধু আদানি.. আদানি.. আর আদানি। মানুষ আমাকে জিজ্ঞাসা করেছেন,  আদানি যে ব্যবসায় করছেন তাতেই সাফল্য মিলছে কীভাবে? উনি কি কখনও ব্যর্থ হন না?’ প্রধানমন্ত্রী মোদির  সঙ্গে গৌতম আদানির সম্পর্ক নিয়ে রাহুল বলেন, ‘ওঁদের সম্পর্ক শুরু হয়েছিল বহু বছর আগে। তখন মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। একজন মানুষ কাঁধে কাঁধ  মিলিয়ে দাঁড়িয়েছিলেন মোদির সঙ্গে, তিনি বর্তমান প্রধানমন্ত্রীর অত্যন্ত অনুগত। গুজরাত আইডিয়ায় তিনি সাহায্য করেছিলেন  মোদিকে । তবে আসল ম্যাজিক  শুরু হল যখন প্রধানমন্ত্রী হয়ে দিল্লিতে এলেন। ’

রাহলের জন্য নিয়ম-কানুনে পরিবর্তন ঘটিয়ে আদানিকে ছয়টি বিমানবন্দর দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সিবিআই, ইডি-কে ব্যবহার করে দেশের সবচেয়ে লাভজনক বিমানবন্দর, মুম্বই বিমানবন্দর জিভিকে-র হাত থেকে কার্যত ছিনতাই করে আদানির হাতে তুলে দেওয়া হয়।  পূর্ব অভিজ্ঞতা ছাড়া বিমানবন্দরের উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব কাউকে দেওয়ার নিয়ম নেই। কিন্তু আদানির জন্য সেই নিয়ম পাল্টে ফেলে কেন্দ্রীয় সরকার।

বাংলাদেশ ও শ্রীলংকায় কিভাবে আদানিকে বরাত পাইয়ে দেওয়া হয়েছে তা নিয়েও সংসদে অভিযোগ করেন রাহুল। শ্রীলংকার কথা উলকে করে রাহুল বলেন, প্রধানমন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে আদানীকে বরাত পাইয়ে দিয়েছেন। সেই খবর সামনেও এসেছিল। এদিন লিখিত সেই অভিযোগ পাঠ করেন রাহুল।