০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জিৎ এর সঙ্গে অভিনয়ে হাওড়া সিটি পুলিশের ডিসি‌!

রফিকুল হাসান
  • আপডেট : ২ নভেম্বর ২০২১, মঙ্গলবার
  • / 29

পুবের কলম প্রতিবেদক, হাওড়া: সিটি পুলিশের দাপুটে কর্তা ডিসি হেড কোয়ার্টার দ্যুতিমান ভট্টাচার্যকে এবার দেখা যাবে রূপোলী পর্দার এক বিশেষ চরিত্রে। শত ব্যস্ততার জন্য সময়ের অভাবে ওই চলচ্চিত্রের ছোট একটি চরিত্রে তিনি অভিনয় করছেন। 

দ্বিতীয় হুগলী সেতুতে রবিবার হয় ‘রাবণ’ সিনেমার শ্যুটিং।

আরও পড়ুন: ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’, আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে  বার্তা হাওড়া সিটি পুলিশের

সেখানে উপস্থিত ছিলেন জিৎ, তনুশ্রী, বিশ্বনাথের মতো ছবির মেগা তারকারা। পেশাগত শত ব্যস্ততার মধ্যেও শুধুমাত্র অভিনয়ের প্রতি ভালোবাসার টানেই আগামীদিন মুক্তি পেতে চলা ওই বাংলা ছবির এক বিশেষ চরিত্রে অভিনয় করলেন দ্যুতিমানবাবু।ওই ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেন দ্যুতিমানবাবু। 

আরও পড়ুন: ঈদ উপলক্ষে হাওড়াজুড়ে নিরাপত্তা জোরদার পুলিশের, চলছে বাইকে টহল

এ ব্যাপারে দ্যুতিমানবাবুর বক্তব্য, পেশাগত কাজের চাপে বড় রোলে অভিনয় করা সম্ভব নয়। যখন এই সিনেমার নির্দেশক এম এন রাজ তাঁকে পুলিশের একটি ছোট চরিত্রে অভিনয়ের জন্য বলেন তখন তিনি রাজি হয়ে যান সেই প্রস্তাবে। সিনেমায় ছোট চরিত্র বলেই কাজ সামাল দিয়েও অভিনয় করতে পেরেছেন। এর আগে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় অভিনয় করেছেন। ওই সময় থেকেই অভিনয়ের প্রতি প্যাশন তাঁর। রঙ্গকর্মী নাট্যদলের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। এর আগে দুটি সিনেমায় অভিনয়ও করেছেন। ভবিষ্যতে সুযোগ পেলে আবার তিনি অভিনয় করার ইচ্ছেপ্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: হাওড়া সিটি পুলিশের ‘ফিরে পাওয়া প্রকল্পে’, উদ্ধার ৬৯টি মোবাইল  

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জিৎ এর সঙ্গে অভিনয়ে হাওড়া সিটি পুলিশের ডিসি‌!

আপডেট : ২ নভেম্বর ২০২১, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক, হাওড়া: সিটি পুলিশের দাপুটে কর্তা ডিসি হেড কোয়ার্টার দ্যুতিমান ভট্টাচার্যকে এবার দেখা যাবে রূপোলী পর্দার এক বিশেষ চরিত্রে। শত ব্যস্ততার জন্য সময়ের অভাবে ওই চলচ্চিত্রের ছোট একটি চরিত্রে তিনি অভিনয় করছেন। 

দ্বিতীয় হুগলী সেতুতে রবিবার হয় ‘রাবণ’ সিনেমার শ্যুটিং।

আরও পড়ুন: ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’, আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে  বার্তা হাওড়া সিটি পুলিশের

সেখানে উপস্থিত ছিলেন জিৎ, তনুশ্রী, বিশ্বনাথের মতো ছবির মেগা তারকারা। পেশাগত শত ব্যস্ততার মধ্যেও শুধুমাত্র অভিনয়ের প্রতি ভালোবাসার টানেই আগামীদিন মুক্তি পেতে চলা ওই বাংলা ছবির এক বিশেষ চরিত্রে অভিনয় করলেন দ্যুতিমানবাবু।ওই ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেন দ্যুতিমানবাবু। 

আরও পড়ুন: ঈদ উপলক্ষে হাওড়াজুড়ে নিরাপত্তা জোরদার পুলিশের, চলছে বাইকে টহল

এ ব্যাপারে দ্যুতিমানবাবুর বক্তব্য, পেশাগত কাজের চাপে বড় রোলে অভিনয় করা সম্ভব নয়। যখন এই সিনেমার নির্দেশক এম এন রাজ তাঁকে পুলিশের একটি ছোট চরিত্রে অভিনয়ের জন্য বলেন তখন তিনি রাজি হয়ে যান সেই প্রস্তাবে। সিনেমায় ছোট চরিত্র বলেই কাজ সামাল দিয়েও অভিনয় করতে পেরেছেন। এর আগে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় অভিনয় করেছেন। ওই সময় থেকেই অভিনয়ের প্রতি প্যাশন তাঁর। রঙ্গকর্মী নাট্যদলের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। এর আগে দুটি সিনেমায় অভিনয়ও করেছেন। ভবিষ্যতে সুযোগ পেলে আবার তিনি অভিনয় করার ইচ্ছেপ্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: হাওড়া সিটি পুলিশের ‘ফিরে পাওয়া প্রকল্পে’, উদ্ধার ৬৯টি মোবাইল