০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে চলছে কিডনি পাচার চক্র!

পুবের কলম প্রতিবেদক­ রীতিমতো খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে চলছে কিডনি পাচার চক্র। খাস কলকাতায় খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে কিডনি কেনার নামে প্রতারণার অভিযোগ। কিডনি দিয়েও টাকা পাননি এক ব্যক্তি। প্রতারিত অরূপ দে নামে ওই ব্যক্তি এমনটাই অভিযোগ জানিয়েছেন লালবাজারে। অরূপ দে-র অভিযোগ আজ থেকে প্রায় ২০ বছর আগে আর্থিক অনটনের কারণে প্রায় একই ধরণের বিজ্ঞাপন দেখে তিন লক্ষ টাকার বিনিময়ে নিজের কিডনি বিক্রি করতে রাজি হয়ে গিয়েছিলেন তিনি। সেসময় অস্ত্রোপচার করে তাঁর কিডনি নিয়ে নেওয়া হলেও কোনও টাকা দেওয়া হয়নি। যে নম্বর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কিডনি দেওয়ার পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল সেই নম্বর। এরপরসম্প্রতি ফের খবরের কাগজে একই যোগাযোগ নম্বর এবং একই ধরণের বিজ্ঞাপন দেখে এই ঘটনায় পূর্বের অভিযুক্ত নীতিশ গুপ্ত এবং রণবীর রজকের নামে লালবাজারে অভিযোগ দায়ের করেন তিনি। প্রতারিত অরুপ দে-র অভিযোগ ওই বিজ্ঞাপন দেখে তিনি আনন্দপুর থানায় গিয়ে এই বিষয়ে জানালেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। নিজে কিডনি দেবেন বলে ওই নম্বরে যোগাযোগ করে তিনি বাইপাসের একটি হাসপাতালেও যান বলে জানিয়েছেন অরূপ দে। তবেলিখিত অভিযোগের পরেও স্থানীয় থানার তরফ থেকে কোনও সাহায্য না পেয়ে তিনি সরাসরি লালবাজারে অভিযোগ জানান।

অন্যদিকেএই ঘটনায় পূর্বের অভিযুক্ত বিশেষভাবে সক্ষম রণবীর রজকের দাবি২০১৩ সালে তিনি ৩ লক্ষ টাকার বিনিময়ে একটি কিডনি বিক্রি করেন অপর অভিযুক্ত নীতিশ গুপ্তের মাধ্যমে। রণবীরের অভিযোগনীতিশ তাঁকে ফোন করে টেলিকলারের কাজ করতে বলে এবং তাঁকে দিয়ে খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়ায়। ওই বিজ্ঞাপন দেখেই অরূপ দে যোগাযোগ করেছিলেন কিডনি বিক্রি করার জন্য।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

যোগী রাজ্যে ফের ধর্ষণের শিকার তেরো বছরের বালিকা, তদন্তে পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে চলছে কিডনি পাচার চক্র!

আপডেট : ১২ অগাস্ট ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক­ রীতিমতো খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে চলছে কিডনি পাচার চক্র। খাস কলকাতায় খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে কিডনি কেনার নামে প্রতারণার অভিযোগ। কিডনি দিয়েও টাকা পাননি এক ব্যক্তি। প্রতারিত অরূপ দে নামে ওই ব্যক্তি এমনটাই অভিযোগ জানিয়েছেন লালবাজারে। অরূপ দে-র অভিযোগ আজ থেকে প্রায় ২০ বছর আগে আর্থিক অনটনের কারণে প্রায় একই ধরণের বিজ্ঞাপন দেখে তিন লক্ষ টাকার বিনিময়ে নিজের কিডনি বিক্রি করতে রাজি হয়ে গিয়েছিলেন তিনি। সেসময় অস্ত্রোপচার করে তাঁর কিডনি নিয়ে নেওয়া হলেও কোনও টাকা দেওয়া হয়নি। যে নম্বর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কিডনি দেওয়ার পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল সেই নম্বর। এরপরসম্প্রতি ফের খবরের কাগজে একই যোগাযোগ নম্বর এবং একই ধরণের বিজ্ঞাপন দেখে এই ঘটনায় পূর্বের অভিযুক্ত নীতিশ গুপ্ত এবং রণবীর রজকের নামে লালবাজারে অভিযোগ দায়ের করেন তিনি। প্রতারিত অরুপ দে-র অভিযোগ ওই বিজ্ঞাপন দেখে তিনি আনন্দপুর থানায় গিয়ে এই বিষয়ে জানালেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। নিজে কিডনি দেবেন বলে ওই নম্বরে যোগাযোগ করে তিনি বাইপাসের একটি হাসপাতালেও যান বলে জানিয়েছেন অরূপ দে। তবেলিখিত অভিযোগের পরেও স্থানীয় থানার তরফ থেকে কোনও সাহায্য না পেয়ে তিনি সরাসরি লালবাজারে অভিযোগ জানান।

অন্যদিকেএই ঘটনায় পূর্বের অভিযুক্ত বিশেষভাবে সক্ষম রণবীর রজকের দাবি২০১৩ সালে তিনি ৩ লক্ষ টাকার বিনিময়ে একটি কিডনি বিক্রি করেন অপর অভিযুক্ত নীতিশ গুপ্তের মাধ্যমে। রণবীরের অভিযোগনীতিশ তাঁকে ফোন করে টেলিকলারের কাজ করতে বলে এবং তাঁকে দিয়ে খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়ায়। ওই বিজ্ঞাপন দেখেই অরূপ দে যোগাযোগ করেছিলেন কিডনি বিক্রি করার জন্য।