সুন্দরবনের নদীতে বাড়ছে কুমিরের সংখ্যা

- আপডেট : ১৮ অগাস্ট ২০২৫, সোমবার
- / 3
কুতুব উদ্দিন মোল্লা, সুন্দরবন : সুন্দরবন বাঘ্র প্রকল্প এলাকায় ক্রমেই কুমিরের সংখ্যা বাড়ছে। গত দু’বছরের কুমির গনণার রিপোর্টে এমনটাই দেখা গেছে বলে দাবি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকদের। শনিবার ব্যাঘ্র দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে একথাই জানান বন আধিকারিকরা।
সোমবার সজনেখালি ব্যাঘ্র প্রকল্পের কার্যালয়ে ‘টাইগার রামবেলস’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল। এদিন প্রদীপ প্রজ্জ্বোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দ্বিতীয় পর্যায়ে কুমির গণনার আনুমানিক রিপোর্ট নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পরবর্তী পর্যায়ে কুমির গণনার কাজে গুরুত্ব দেওয়ার কথাও বলা হয়। যাতে কুমিরের সংখ্যা বাড়ানো যায় তার চেষ্টা করার কথা বলা হয়।
অনুষ্ঠান শেষে জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল জানান, ব্যাঘ্র দিবস উপলক্ষ্যে এদিন এই অনুষ্টানের আয়োজন করা হয়েছিল। বন সুরক্ষা বাহিনীকে চেক প্রদান এবং কুমির গননার কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। বন আধিকারিকরা জানিয়েছেন গত দু বছর ধরে কুমির গননার কাজ চলছে। আগামী বছরও হবে। তারপর বিস্তারিত তথ্য জানা যাবে।
তবে ২০২২-২৩ এবং ২০২৩-২৪ এই দুই বছরে সুন্দরবনের বাঘ্র প্রকল্প এলাকায় কুমিরের সংখ্যা বেড়েছে। জানা গিয়েছে ২০২২-২০২৩ সালের গণনায় ১১০-১৩২ টি এবং ২০২৩-২০২৪ সালের গণনায় ১২০-১৪০ টি কুমির দেখা গিয়েছে। এবার ২০২৫-২০২৬ সালের গণনার পর এই তিন বছরের কুমির গণনার রিপোর্ট প্রকাশ করা হবে। তবে এদিন বন সুরক্ষা বাহিনীর সদস্যদের চেক বিতরন করা যায়নি।
উপস্থিত ছিলেন রাজ্যের বন বিভাগের মুখ্য সচিব দেবল রায়, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অধিকর্তা রাজেন্দ্র জাখর, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের সরকারী অধিকর্তা জোন্স জাষ্টিন, জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল, জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ মুক্তার শেখ সহ ৪ টি পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েত সদস্যরা