১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
Pakistan Hockey Team Excluded from Azlan Shah Cup

Azlan Shah Cup: পাকিস্তান দলকে আমন্ত্রণ জানাল না মালয়েশিয়া

ইমামা খাতুন
  • আপডেট : ২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার
  • / 353

Azlan Shah Cup: পাকিস্তান দলকে আমন্ত্রণ জানাল না মালয়েশিয়া

ইপো, ২৭ মার্চ:  ক্রিকেটে খারাপ সময়ের মাঝে এ বার হকিতেও খারাপ খবর পাকিস্তানের জন্য। চলতি বছরের শেষের দিকে মালিয়েশিয়ায় বসতে চলেছে সুলতান Azlan Shah Cup প্রতিযোগিতা। সেখানে আমন্ত্রণ জানানো হয়নি পাকিস্তান দলকে। তাদেরকে নিয়ে আপত্তি রয়েছে টুর্নামেন্টের আয়োজক মালয়েশিয়া।

 

তাদের তরফ থেকে দাবি করা হয়েছে, পাকিস্তান হকি ফেডারেশনের কাছ থেকে তারা কিছু টাকা পায়। কিন্তু পাকিস্তান সেই টাকা দিচ্ছে না। তার পালটা হিসেবে পাক হকি দলকে Azlan Shah-তে আমন্ত্রণ জানায়নি মালয়েশিয়া হকি ফেডারেশন।

 

পাক হকির তরফ থেকে এই ঘটনার কথা স্বীকারও করে নেওয়া হয়েছে। তবে তারা আশাবাদী, প্রতিযোগিতা শুরুর আগে এই সমস্যার সমাধান পাওয়া যাবে। পাকিস্তান হকি ফেডারেশনের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের সঙ্গে মালিয়েশিয়ার মধ্যে হকি নিয়ে সম্পর্ক সবসমই ভালো।

 

আশা করি ওরা পরে হলেও আমাদের দলকে আমন্ত্রণ জানাবে। আর যে টাকা পাওয়ার কথা ওরা বলছে, সেটা দ্রুত মেটানোর চেষ্টা করা হবে। ’ প্রসঙ্গত, আগামী ২২ নম্ভেবর থেকে শুরু হচ্ছে আজলান শাহ হকি প্রতিযোগিতা। যেখানে খেলবে বেলজিয়াম, কানাডা, জার্মানী, ভারত, আয়ারল্যান্ড এবং আয়োজক দেশ মালয়েশিয়া।

 

 

Tag :

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Pakistan Hockey Team Excluded from Azlan Shah Cup

Azlan Shah Cup: পাকিস্তান দলকে আমন্ত্রণ জানাল না মালয়েশিয়া

আপডেট : ২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার

Azlan Shah Cup: পাকিস্তান দলকে আমন্ত্রণ জানাল না মালয়েশিয়া

ইপো, ২৭ মার্চ:  ক্রিকেটে খারাপ সময়ের মাঝে এ বার হকিতেও খারাপ খবর পাকিস্তানের জন্য। চলতি বছরের শেষের দিকে মালিয়েশিয়ায় বসতে চলেছে সুলতান Azlan Shah Cup প্রতিযোগিতা। সেখানে আমন্ত্রণ জানানো হয়নি পাকিস্তান দলকে। তাদেরকে নিয়ে আপত্তি রয়েছে টুর্নামেন্টের আয়োজক মালয়েশিয়া।

 

তাদের তরফ থেকে দাবি করা হয়েছে, পাকিস্তান হকি ফেডারেশনের কাছ থেকে তারা কিছু টাকা পায়। কিন্তু পাকিস্তান সেই টাকা দিচ্ছে না। তার পালটা হিসেবে পাক হকি দলকে Azlan Shah-তে আমন্ত্রণ জানায়নি মালয়েশিয়া হকি ফেডারেশন।

 

পাক হকির তরফ থেকে এই ঘটনার কথা স্বীকারও করে নেওয়া হয়েছে। তবে তারা আশাবাদী, প্রতিযোগিতা শুরুর আগে এই সমস্যার সমাধান পাওয়া যাবে। পাকিস্তান হকি ফেডারেশনের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের সঙ্গে মালিয়েশিয়ার মধ্যে হকি নিয়ে সম্পর্ক সবসমই ভালো।

 

আশা করি ওরা পরে হলেও আমাদের দলকে আমন্ত্রণ জানাবে। আর যে টাকা পাওয়ার কথা ওরা বলছে, সেটা দ্রুত মেটানোর চেষ্টা করা হবে। ’ প্রসঙ্গত, আগামী ২২ নম্ভেবর থেকে শুরু হচ্ছে আজলান শাহ হকি প্রতিযোগিতা। যেখানে খেলবে বেলজিয়াম, কানাডা, জার্মানী, ভারত, আয়ারল্যান্ড এবং আয়োজক দেশ মালয়েশিয়া।