০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলায় দিল্লি পুলিশের নোটিস নিয়ে সরব তৃণমূল

ইমামা খাতুন
  • আপডেট : ৩ অগাস্ট ২০২৫, রবিবার
  • / 9

পুবের কলম প্রতিবেদক: দিল্লি পুলিশের একটি নোটিশ বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দল এই ঘটনাকে বাঙালি ও বাংলা ভাষার প্রতি পরিকল্পিত অপমান আখ্যা দিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে।

সম্প্রতি দিল্লিতে কয়েকজন ব্যক্তিকে ‘বাংলাদেশি’ সন্দেহে আটক করা হয়। তাদের কাছ থেকে পাওয়া নথি যাচাই করার জন্য দিল্লি পুলিশ বঙ্গভবনে একজন অনুবাদকের প্রয়োজন জানিয়ে একটি চিঠি পাঠায়। তৃণমূলের অভিযোগ, সেই চিঠিতেই ‘বাংলাদেশি ভাষা’র অনুবাদকের কথা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: ‘বাংলা’ নয়, ‘বাংলাদেশি ভাষা’? দিল্লি পুলিশের চিঠিকে ঘিরে তৃণমূলের তীব্র আক্রমণ

তৃণমূল তাদের এক্স হ্যান্ডেলে (আগের টুইটার) দিল্লি পুলিশের চিঠিটি পোস্ট করে এই ঘটনার নিন্দা করেছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, এটি কোনো ভুল নয়, বরং ভারতীয় সংবিধান স্বীকৃত একটি ভাষাকে অপমান করার এবং লক্ষ লক্ষ বাংলাভাষী ভারতীয়কে তাঁদের নিজের দেশে বহিরাগত হিসেবে চিহ্নিত করার একটি সরকারি প্রচেষ্টা।

আরও পড়ুন: বাঙালি সমাজের প্রতি চূড়ান্ত অবমাননা চরম নিন্দা এসডিপিআই-এর  

পোস্টে আরও বলা হয়, বিশ্বজুড়ে ২৫ কোটিরও বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলেন এবং এটি ভারতের ২২টি সরকারি ভাষার মধ্যে অন্যতম। তাই একে ‘বাংলাদেশি’ বলা উদ্দেশ্যপ্রণোদিত এবং বাংলাভাষীদের ভারতীয় পরিচয় মুছে ফেলার একটি ‘ঘৃণ্য প্রচেষ্টা’।

আরও পড়ুন: এস আই আর নিয়ে জেলার কর্মীদের সঙ্গে ভারর্চুয়াল বৈঠকে বসবেন অভিষেক

গত কয়েক দিন ধরেই তৃণমূল বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগ নিয়ে সরব। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। এই পরিস্থিতিতে দিল্লি পুলিশের এই চিঠি সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল। গত দুইদিন ধরে তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে গান্ধী মূর্তির পাদদেশে বাংলা ভাষা নিয়ে ধরনা চলছে। এবার দিল্লী পুলিশের এই চিঠি আরো বিতর্ক উসকে দিল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলায় দিল্লি পুলিশের নোটিস নিয়ে সরব তৃণমূল

আপডেট : ৩ অগাস্ট ২০২৫, রবিবার

পুবের কলম প্রতিবেদক: দিল্লি পুলিশের একটি নোটিশ বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দল এই ঘটনাকে বাঙালি ও বাংলা ভাষার প্রতি পরিকল্পিত অপমান আখ্যা দিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে।

সম্প্রতি দিল্লিতে কয়েকজন ব্যক্তিকে ‘বাংলাদেশি’ সন্দেহে আটক করা হয়। তাদের কাছ থেকে পাওয়া নথি যাচাই করার জন্য দিল্লি পুলিশ বঙ্গভবনে একজন অনুবাদকের প্রয়োজন জানিয়ে একটি চিঠি পাঠায়। তৃণমূলের অভিযোগ, সেই চিঠিতেই ‘বাংলাদেশি ভাষা’র অনুবাদকের কথা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: ‘বাংলা’ নয়, ‘বাংলাদেশি ভাষা’? দিল্লি পুলিশের চিঠিকে ঘিরে তৃণমূলের তীব্র আক্রমণ

তৃণমূল তাদের এক্স হ্যান্ডেলে (আগের টুইটার) দিল্লি পুলিশের চিঠিটি পোস্ট করে এই ঘটনার নিন্দা করেছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, এটি কোনো ভুল নয়, বরং ভারতীয় সংবিধান স্বীকৃত একটি ভাষাকে অপমান করার এবং লক্ষ লক্ষ বাংলাভাষী ভারতীয়কে তাঁদের নিজের দেশে বহিরাগত হিসেবে চিহ্নিত করার একটি সরকারি প্রচেষ্টা।

আরও পড়ুন: বাঙালি সমাজের প্রতি চূড়ান্ত অবমাননা চরম নিন্দা এসডিপিআই-এর  

পোস্টে আরও বলা হয়, বিশ্বজুড়ে ২৫ কোটিরও বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলেন এবং এটি ভারতের ২২টি সরকারি ভাষার মধ্যে অন্যতম। তাই একে ‘বাংলাদেশি’ বলা উদ্দেশ্যপ্রণোদিত এবং বাংলাভাষীদের ভারতীয় পরিচয় মুছে ফেলার একটি ‘ঘৃণ্য প্রচেষ্টা’।

আরও পড়ুন: এস আই আর নিয়ে জেলার কর্মীদের সঙ্গে ভারর্চুয়াল বৈঠকে বসবেন অভিষেক

গত কয়েক দিন ধরেই তৃণমূল বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগ নিয়ে সরব। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। এই পরিস্থিতিতে দিল্লি পুলিশের এই চিঠি সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল। গত দুইদিন ধরে তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে গান্ধী মূর্তির পাদদেশে বাংলা ভাষা নিয়ে ধরনা চলছে। এবার দিল্লী পুলিশের এই চিঠি আরো বিতর্ক উসকে দিল।