পুড়ে মৃত্যু ৭১ আফগান শরণার্থীর

- আপডেট : ২০ অগাস্ট ২০২৫, বুধবার
- / 28
পুবের কলম ওয়েবডেস্ক : ইরান থেকে আফগানিস্তানে ফেরার পথে জ্বলন্ত বাসে পুড়ে মৃত্যু হল ৭১ জনের। যার মধ্যে ১৭ জন শিশু। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের হেরাতে। সকলেই আফগান শরণার্থী। ইরান থেকে বাসে তারা ফিরছিলেন নিজেদের দেশে।
ইসলাম কালা সীমান্ত অতিক্রম করার পরেই একটি ট্রাক ও একটি মোটরসাইকেলের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয় বাসটির। বিস্ফোরণে মুহূর্তে আগুন ধরে যায়। জ্বলতে থাকে গোটা বাস। মৃতরা সকলেই আফগানিস্তানের। শরনার্থী হয়ে এতদিন ছিলেন ইরানে। কিন্তু ইরান সরকার প্রায় ১৫ লক্ষ শরণার্থীকে তাদের দেশ থেকে চলে যেতে নির্দেশ দিয়েছে। আর সেই নির্দেশ পেয়েই আফগান শরণার্থীরা ফিরছিলেন নিজেদের দেশে।
কিন্তু জীবিত ফেরা হলো না তাদের। মর্মান্তিক এই ঘটনা কেড়ে নিল সকলের প্রাণ। বাসের যাত্রীদের সঙ্গে সঙ্গে ট্রাকের দুজন আর মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। হেরাতের গুজারা জেলার পুলিশ জানিয়েছে বাসের অত্যধিক গতিতেই এই দুর্ঘটনা।