বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে কেন্দ্রকে: মনরেগা নিয়ে বড় নির্দেশ শীর্ষ আদালতের, স্বস্তি রাজ্যের
- আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, সোমবার
- / 75
পুবের কলম, ওয়েবডেস্ক: ১০০ দিনের কাজ নিয়ে বড় নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। রাজ্যের পাওয়া বকেয়া টাকাও মিটিয়ে দিতে হবে কেন্দ্রকে বলে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার ১০০ দিনের কাজ সংক্রান্ত মামলার শুনানি হয় আদালতে। এদিন সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দেয়, হাইকোর্টের নির্দেশ মেনে ১০০ দিনের কাজের টাকা মঞ্জুর করতে হবে কেন্দ্রকে, দিয়ে দিতে হবে বকেয়া টাকাও। এরপরই কেন্দ্রকে কড়া বার্তা দিয়ে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ বলেন, “আপনারা মামলা তুলে নেবেন? না কি আমরা খারিজ করব?” এরপরেই আদালত মামলাটি খারিজ করে দেয়। এই নির্দেশে স্বাভাবিকভাবেই স্বস্তি পেয়েছে রাজ্য সরকার। আদালতের নির্দেশে ১০০ দিনের কাজ শুরু হওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না। সুপ্রিম কোর্টে আবেদন করে ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার।












































