০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পুরভোটের জন্য পিছিয়ে গেল ‘দুয়ারে সরকার ক্যাম্প’, ফের কবে থেকে শুরু জেনে নিন

পুবের কলম
  • আপডেট : ২৫ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 45

পুবের কলম, ওয়েবডেস্কঃ ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কলকাতা পুরসভা ভোটের জন্য তা পিছিয়ে জানুয়ারি মাসে করা হচ্ছে। বছরের শুরুতেই জানুয়ারি মাস জুড়ে দু’দফায় এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মত বছরে দুবার করে এই ক্যাম্প অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এবছর বিধানসভা নির্বাচন ও কলকাতা পৌরসভা নির্বাচনের কারণে দুবার করা যাচ্ছে না। তবে আগামী বছর বছরের শুরুতেই দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হওয়ার পর আবার বছরের মাঝামাঝি এই ক্যাম্প অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিন নবান্নের তরফে দুয়ারে সরকার সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম দফায় ২ থেকে ১০ জানুয়ারি হবে দুয়ারে সরকার। দ্বিতীয় দফায় ২০ থেকে ৩০ জানুয়ারি হবে এই প্রকল্পের কাজ। আর দুয়ারে সরকারের যাবতীয় নিষ্পত্তি ২৮ ফেব্রুয়ারির মধ্যে করতে হবে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন: অসমে বিজেপির বিভেদমূলক অ্যাজেন্ডা সমস্ত সীমা লঙ্ঘন করেছে,অসমবাসী রুখে দাঁড়ান: মমতা

নির্বাচনের পরে যে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে তাতে সাধারণ মানুষের সবচেয়ে বেশি আগ্রহ দেখা গিয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। গত সেপ্টেম্বর মাস থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে শুরু করেছেন বাংলার মহিলারা। তাই খুব স্বাভাবিকভাবেই গত বছর সরকারি ক্যাম্পে যারা এই প্রকল্পের সুবিধা নিতে পারেননি তাঁরা এবার এই প্রকল্পের সুবিধা নিতে চাইবেন। তার জন্য দুয়ারে সরকার ক্যাম্প থেকেই আবেদন । এর মাধ্যমে তফসিলি জাতি–উপজাতির মহিলারা পাচ্ছেন মাসে ১০০০ টাকা। আর সাধারণ পরিবারের মহিলারা মাসিক ৫০০ টাকা পাচ্ছেন। স্বাস্থ্যসাথী কার্ড দেখালেই আবেদন করা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে।

আরও পড়ুন: ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে আজ পথে নামছেন মমতা-অভিষেক

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিভিন্ন সুবিধা প্রদানের জন্য দুয়ারে সরকার প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও কখনও যোগ্য সুবিধাভোগীরা সচেতনতার অভাবে সরকারি স্কিমগুলির সুবিধা পেতে সক্ষম হন না।

আরও পড়ুন: কলকাতার ইসকনে মুখ্যমন্ত্রী, আরতি করলেন তিনি

তা ছাড়া, কখনও কখনও অনলাইন আবেদনের সুবিধাও পাওয়া যায় না অনেক প্রকল্পের ক্ষেত্রে। এই পরিস্থিতি মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকার ১ ডিসেম্বর, ২০২০ থেকে দুয়ারে সরকার ক্যাম্প চালু করেছিল। সবচেয়ে বড় কথা, প্রত্যেক বছর দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষ সরকারি পরিষেবা তার বাড়ির কাছে পায় আর সে কারণেই যত সময় যাচ্ছে জনপ্রিয় হচ্ছে এই পরিষেবা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুরভোটের জন্য পিছিয়ে গেল ‘দুয়ারে সরকার ক্যাম্প’, ফের কবে থেকে শুরু জেনে নিন

আপডেট : ২৫ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কলকাতা পুরসভা ভোটের জন্য তা পিছিয়ে জানুয়ারি মাসে করা হচ্ছে। বছরের শুরুতেই জানুয়ারি মাস জুড়ে দু’দফায় এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মত বছরে দুবার করে এই ক্যাম্প অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এবছর বিধানসভা নির্বাচন ও কলকাতা পৌরসভা নির্বাচনের কারণে দুবার করা যাচ্ছে না। তবে আগামী বছর বছরের শুরুতেই দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হওয়ার পর আবার বছরের মাঝামাঝি এই ক্যাম্প অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিন নবান্নের তরফে দুয়ারে সরকার সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম দফায় ২ থেকে ১০ জানুয়ারি হবে দুয়ারে সরকার। দ্বিতীয় দফায় ২০ থেকে ৩০ জানুয়ারি হবে এই প্রকল্পের কাজ। আর দুয়ারে সরকারের যাবতীয় নিষ্পত্তি ২৮ ফেব্রুয়ারির মধ্যে করতে হবে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন: অসমে বিজেপির বিভেদমূলক অ্যাজেন্ডা সমস্ত সীমা লঙ্ঘন করেছে,অসমবাসী রুখে দাঁড়ান: মমতা

নির্বাচনের পরে যে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে তাতে সাধারণ মানুষের সবচেয়ে বেশি আগ্রহ দেখা গিয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। গত সেপ্টেম্বর মাস থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে শুরু করেছেন বাংলার মহিলারা। তাই খুব স্বাভাবিকভাবেই গত বছর সরকারি ক্যাম্পে যারা এই প্রকল্পের সুবিধা নিতে পারেননি তাঁরা এবার এই প্রকল্পের সুবিধা নিতে চাইবেন। তার জন্য দুয়ারে সরকার ক্যাম্প থেকেই আবেদন । এর মাধ্যমে তফসিলি জাতি–উপজাতির মহিলারা পাচ্ছেন মাসে ১০০০ টাকা। আর সাধারণ পরিবারের মহিলারা মাসিক ৫০০ টাকা পাচ্ছেন। স্বাস্থ্যসাথী কার্ড দেখালেই আবেদন করা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে।

আরও পড়ুন: ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে আজ পথে নামছেন মমতা-অভিষেক

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিভিন্ন সুবিধা প্রদানের জন্য দুয়ারে সরকার প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও কখনও যোগ্য সুবিধাভোগীরা সচেতনতার অভাবে সরকারি স্কিমগুলির সুবিধা পেতে সক্ষম হন না।

আরও পড়ুন: কলকাতার ইসকনে মুখ্যমন্ত্রী, আরতি করলেন তিনি

তা ছাড়া, কখনও কখনও অনলাইন আবেদনের সুবিধাও পাওয়া যায় না অনেক প্রকল্পের ক্ষেত্রে। এই পরিস্থিতি মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকার ১ ডিসেম্বর, ২০২০ থেকে দুয়ারে সরকার ক্যাম্প চালু করেছিল। সবচেয়ে বড় কথা, প্রত্যেক বছর দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষ সরকারি পরিষেবা তার বাড়ির কাছে পায় আর সে কারণেই যত সময় যাচ্ছে জনপ্রিয় হচ্ছে এই পরিষেবা।