১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কর্মক্ষেত্রে এই ভাষা জানা বাধ্যতা মূলক !

ইমামা খাতুন
  • আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার
  • / 256

ছবি - প্রতীকী

পুবের কলম ওয়েবডেস্ক   ঃ মাতৃভাষা যোগাযোগের  অন্যতম মাধ্যম ।  মানুষের দৈনন্দিন জীবনে আঞ্চলিক ভাষার গুরুত্ব অপরিসীম । পিতা-মাতা তাঁর সন্তানদের সঙ্গে মাতৃভাষায় কথা বলে ।  সেই জন্য মাতৃভাষার গুরুত্ব অনেক বেশি ।  মাতৃভাষায় দক্ষতা অধিক থাকলে, একজন মানুষ অন্য ভাষায় পারদর্শী হয়ে উঠতে পারেন খুব সহজেই ।  ফলে অন্যান্য ভাষার সাথে সামাজিক, সাংস্কৃতিক দিক থেকে ভাষা আদান-প্রদান এবং ভাব বিনিময় তার কাছে সহজ হয়ে ওঠে ।  কর্মক্ষেত্রে কাজের গতি বৃদ্ধি পায় ।  তা থেকেই বোঝা যায় আঞ্চলিক ভাষা জানা কতটা গুরুত্বপূর্ণ । বংলায় কাজ করতে গেলে বাংলা জানাটা খুবি জরুরি ।  এমনকি মাননীয়া গত বছরে একটা সভাই কর্মক্ষেত্রে আঞ্চলিক ভাষা জানা টা জানা বাধ্যতা মুলক বলে ঘোষণা দিয়েছিলেন ।  আর কর্মক্ষেত্রে বাংলা না জানলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় ।  এমনকি কাজ টাও রুখে দাড়ায় তাই বাংলা জানা টা খুব গুরুত্বপূর্ণ ।

 

আরও পড়ুন: আল্লাহ চাইলে শীঘ্রই পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে কাশ্মীর, আশাবাদী ফারুক আবদুল্লাহ 

শুধু পশ্চিমবঙ্গ বলে না অন্য রাজ্যতেও কাজের জন্য তারা তাদের আঞ্চলিক ভাষাকে প্রাধান্য দেয় ।  তাদের ভাষা জানা টা বাধ্যতা মূলক না করলেও আঞ্চলিক ভাষা শেখার নির্দেশ দেওয়া হয় কাজের শুরুতেই ।

আরও পড়ুন: Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্যমৃত্যু!

 

আরও পড়ুন: বাংলায় SSC পরীক্ষা দিতে এলেন বিজেপি শাসিত রাজ্যের পরীক্ষার্থীরা, রাজনৈতিক মহলে তীব্র চর্চা, নির্বিঘ্নে শেষ হওয়ায় খুশি শিক্ষামন্ত্রী

আমাদের রাজ্যে বেশির ভাগ মানুষ বাংলাতে কথা বলে !  আর এই ভাষার মাধ্যমে মানুষ নিজের নিজের মনের ভাব প্রকাশ করে ।  মানুষের ইচ্ছা-অনিচ্ছা, চাওয়া-পাওয়া সবকিছুরই প্রকাশ মাধ্যম হচ্ছে ভাষা ।  একজন শিশু মায়ের মুখের ভাষা থেকে ভাষা জ্ঞান শিখে থাকে ।  তাই জন্য একজন মাকে তার শিশুর প্রথম বিদ্যালয় বা শিক্ষালয় বলা হয় ।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কর্মক্ষেত্রে এই ভাষা জানা বাধ্যতা মূলক !

আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক   ঃ মাতৃভাষা যোগাযোগের  অন্যতম মাধ্যম ।  মানুষের দৈনন্দিন জীবনে আঞ্চলিক ভাষার গুরুত্ব অপরিসীম । পিতা-মাতা তাঁর সন্তানদের সঙ্গে মাতৃভাষায় কথা বলে ।  সেই জন্য মাতৃভাষার গুরুত্ব অনেক বেশি ।  মাতৃভাষায় দক্ষতা অধিক থাকলে, একজন মানুষ অন্য ভাষায় পারদর্শী হয়ে উঠতে পারেন খুব সহজেই ।  ফলে অন্যান্য ভাষার সাথে সামাজিক, সাংস্কৃতিক দিক থেকে ভাষা আদান-প্রদান এবং ভাব বিনিময় তার কাছে সহজ হয়ে ওঠে ।  কর্মক্ষেত্রে কাজের গতি বৃদ্ধি পায় ।  তা থেকেই বোঝা যায় আঞ্চলিক ভাষা জানা কতটা গুরুত্বপূর্ণ । বংলায় কাজ করতে গেলে বাংলা জানাটা খুবি জরুরি ।  এমনকি মাননীয়া গত বছরে একটা সভাই কর্মক্ষেত্রে আঞ্চলিক ভাষা জানা টা জানা বাধ্যতা মুলক বলে ঘোষণা দিয়েছিলেন ।  আর কর্মক্ষেত্রে বাংলা না জানলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় ।  এমনকি কাজ টাও রুখে দাড়ায় তাই বাংলা জানা টা খুব গুরুত্বপূর্ণ ।

 

আরও পড়ুন: আল্লাহ চাইলে শীঘ্রই পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে কাশ্মীর, আশাবাদী ফারুক আবদুল্লাহ 

শুধু পশ্চিমবঙ্গ বলে না অন্য রাজ্যতেও কাজের জন্য তারা তাদের আঞ্চলিক ভাষাকে প্রাধান্য দেয় ।  তাদের ভাষা জানা টা বাধ্যতা মূলক না করলেও আঞ্চলিক ভাষা শেখার নির্দেশ দেওয়া হয় কাজের শুরুতেই ।

আরও পড়ুন: Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্যমৃত্যু!

 

আরও পড়ুন: বাংলায় SSC পরীক্ষা দিতে এলেন বিজেপি শাসিত রাজ্যের পরীক্ষার্থীরা, রাজনৈতিক মহলে তীব্র চর্চা, নির্বিঘ্নে শেষ হওয়ায় খুশি শিক্ষামন্ত্রী

আমাদের রাজ্যে বেশির ভাগ মানুষ বাংলাতে কথা বলে !  আর এই ভাষার মাধ্যমে মানুষ নিজের নিজের মনের ভাব প্রকাশ করে ।  মানুষের ইচ্ছা-অনিচ্ছা, চাওয়া-পাওয়া সবকিছুরই প্রকাশ মাধ্যম হচ্ছে ভাষা ।  একজন শিশু মায়ের মুখের ভাষা থেকে ভাষা জ্ঞান শিখে থাকে ।  তাই জন্য একজন মাকে তার শিশুর প্রথম বিদ্যালয় বা শিক্ষালয় বলা হয় ।