২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনের ৬ মানবাধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী’ তকমা দিল ইসরায়েল

মাসুদ আলি
  • আপডেট : ২৩ অক্টোবর ২০২১, শনিবার
  • / 49

পুবের কলম ওয়েবডেস্ক : যারা মানুষের অধিকারের কথা বলে তাদেরই সন্ত্রাসী বানানোর অপচেষ্টা চালালো ইসরায়েল। ফিলিস্তিনের খ্যাতনামা ছয়টি মানবাধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী’ সংগঠনের তকমা দিয়ে একটি সামরিক আদেশ জারি করেছে ইসরায়েল। তাদের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ, জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন। তবে এই ধরণের কাজ ইসরাইল যে প্রথমবার করছে এমন নয়।প্রচার মাধ্যমকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনের আম নাগরিকদেরও সন্ত্রাসী বানানোর নকশা নয়া নয়।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার দাবি করেছে, ওই সংগঠনগুলোর সঙ্গে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (পিএফএলপি), বামপন্থি রাজনৈতিক দল ও হামাসের সঙ্গে সম্পর্ক রয়েছে। আর সে জন্যই তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখানো হয়েছে।

আরও পড়ুন: ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ইসরাইলের, লাগাতার বিমান হামলায় বাড়ছে নিহতের সংখ্যা

ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে ইসরায়েলের এ পদক্ষেপ আসলে ফিলিস্তিন নাগরিক সমাজের ওপর একটি নিরবচ্ছিন্ন আক্রমণ। ফিলিস্তিনের পক্ষ থেকে এই ঘটনার তীব্র বলে নিন্দা করা হয়েছে ।এক যৌথ বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ সংগঠনগুলোকে সন্ত্রাসী আখ্যা দেওয়াকে বেআইনি বলে অভিহিত করেছে।

আরও পড়ুন: কে রুখবে নেতানিয়াহুকে? ট্রাম্পের শান্তি আহ্বান অগ্রাহ্য করে গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা, নিহত ৭০

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এফএলপিকে আর্থিক সহায়তা দিয়ে থাকে এই সংগঠনগুলো। ইউরোপের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা থেকে তারা অর্থ পায় বলেও জানানো হয়।পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব ফিলিস্তিন একটি ধর্মনিরপেক্ষ সংগঠন যা ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়।

আরও পড়ুন: মাঝ পথেই থেমে গেল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, আটক শেষ জাহাজটিও

যে সংগঠনগুলিকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হচ্ছে সেই সংগঠনগুলি হল, আল-হক, যেটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়।  অ্যাডামের অধিকার গোষ্ঠী। ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল-প্যালেস্টাইন। দ্য বিসান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট।  ইউনিয়ন অব প্যালেস্টাইন উইমেনস কমিটি এবং ইউনিয়ন অব এগ্রিকালচারাল ওয়ার্ক কমিটি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফিলিস্তিনের ৬ মানবাধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী’ তকমা দিল ইসরায়েল

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক : যারা মানুষের অধিকারের কথা বলে তাদেরই সন্ত্রাসী বানানোর অপচেষ্টা চালালো ইসরায়েল। ফিলিস্তিনের খ্যাতনামা ছয়টি মানবাধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী’ সংগঠনের তকমা দিয়ে একটি সামরিক আদেশ জারি করেছে ইসরায়েল। তাদের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ, জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন। তবে এই ধরণের কাজ ইসরাইল যে প্রথমবার করছে এমন নয়।প্রচার মাধ্যমকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনের আম নাগরিকদেরও সন্ত্রাসী বানানোর নকশা নয়া নয়।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার দাবি করেছে, ওই সংগঠনগুলোর সঙ্গে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (পিএফএলপি), বামপন্থি রাজনৈতিক দল ও হামাসের সঙ্গে সম্পর্ক রয়েছে। আর সে জন্যই তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখানো হয়েছে।

আরও পড়ুন: ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ইসরাইলের, লাগাতার বিমান হামলায় বাড়ছে নিহতের সংখ্যা

ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে ইসরায়েলের এ পদক্ষেপ আসলে ফিলিস্তিন নাগরিক সমাজের ওপর একটি নিরবচ্ছিন্ন আক্রমণ। ফিলিস্তিনের পক্ষ থেকে এই ঘটনার তীব্র বলে নিন্দা করা হয়েছে ।এক যৌথ বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ সংগঠনগুলোকে সন্ত্রাসী আখ্যা দেওয়াকে বেআইনি বলে অভিহিত করেছে।

আরও পড়ুন: কে রুখবে নেতানিয়াহুকে? ট্রাম্পের শান্তি আহ্বান অগ্রাহ্য করে গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা, নিহত ৭০

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এফএলপিকে আর্থিক সহায়তা দিয়ে থাকে এই সংগঠনগুলো। ইউরোপের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা থেকে তারা অর্থ পায় বলেও জানানো হয়।পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব ফিলিস্তিন একটি ধর্মনিরপেক্ষ সংগঠন যা ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়।

আরও পড়ুন: মাঝ পথেই থেমে গেল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, আটক শেষ জাহাজটিও

যে সংগঠনগুলিকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হচ্ছে সেই সংগঠনগুলি হল, আল-হক, যেটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়।  অ্যাডামের অধিকার গোষ্ঠী। ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল-প্যালেস্টাইন। দ্য বিসান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট।  ইউনিয়ন অব প্যালেস্টাইন উইমেনস কমিটি এবং ইউনিয়ন অব এগ্রিকালচারাল ওয়ার্ক কমিটি।