ব্যতিক্রমী পরিস্থিতিতে আইনের কড়াকড়ি ছাড়িয়ে সুবিচার, মন্তব্য সুপ্রিম কোর্টের
- আপডেট : ১ নভেম্বর ২০২৫, শনিবার
- / 88
পুবের কলম, ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্ট ব্যতিক্রমী পরিস্থিতিতে সুবিচারের আগেই আইনকেও মাথা নোয়াতে পারে,এমন ব্যাখ্যা দিয়ে পকসো মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক যুবকের শাস্তি মকুব করেছে বেঞ্চ। বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি অগাস্টিন জর্জ মসীহা শুক্রবারের রায়ে উল্লেখ করেন, সমাজের কল্যাণে আইন রয়েছে, তবু কখনও কখনও মানবিক বিচারই প্রাধান্যে আসে।
আদালতে দোষী সাব্যস্ত যুবকের স্ত্রী (যাঁর বিরুদ্ধে ওই ঘটনার সময় নাবালিকা ছিলেন) হলফনামায় জানিয়েছেন, তিনি স্বামী ও তাদের শিশুপুত্রকে নিয়ে শান্তিতে থাকতে চান এবং স্বামীর প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেছেন। সেই স্ব-ইচ্ছাকেই গুরুত্ব দিয়ে শীর্ষ আদালত সাজার রদ করে দিয়েছে।
তবে মুক্তির শর্তও রেখেছেন বিচারপতিগণ—যুবক কখনও স্ত্রী বা শিশুকে পরিত্যাগ করবেন না এবং তাঁদের মর্যাদা বজায় রাখবেন; এ শর্ত লঙ্ঘিত হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।



































