পুবের কলম ওয়েবডেস্ক: জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পিডিপি প্রধান মেহবুবা মুফতি অভিযোগ করেছেন, মানুষজনকে কাশ্মীরের মসজিদ ও দরগায় প্রার্থনা করতে বাধা দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, কাশ্মীরের মসজিদ ও দরগায় মানুষকে প্রার্থনা করা থেকে বিরত রাখা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের অনুভূতির প্রতি ভারত সরকারের অসম্মান প্রদর্শন করে। এমন সময়ে যখন পার্ক এবং পাবলিক প্লেস খোলা থাকে এবং সারাদিনে অসংখ্য জনাকীর্ণ সরকারি কর্মসূচি হয়ে থাকে।
বিজেপি নেতা ডা. নির্মল সিং বলেছেন, মেহবুবা মুফতি মিথ্যা বলছেন। তার অভিযোগের কোনো সত্যতা নেই। কাশ্মীর উপত্যকায় মসজিদে নামাজ পড়তে কাউকে বাধা দেওয়া হচ্ছে না।
তিনি আরও বলেন, মেহবুবা মুফতি তাঁর রাজনৈতিক ভিত্তি হারিয়ে ফেলেছেন এবং এখন তিনি আলোচনায় থাকার জন্য বিতর্কিত মন্তব্য করছেন, কিন্তু উপত্যকায় তার এজেন্ডা নেওয়ার মতো কেউ নেই।
প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে, সারা দেশে অনেক জায়গায় ধর্মীয়স্থান বন্ধ রাখা হয়েছিল। করোনার কারণে, কাশ্মীর উপত্যকায়ও মন্দির এবং মসজিদ সম্পর্কিত বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। মেহবুবা মুফতি বিভিন্ন ইস্যুতে প্রায়শই কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে থাকেন।
০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
মসজিদ ও দরগাহে প্রার্থনা করতে বাধা দেওয়া হচ্ছে, অভিযোগ মেহেবুবার
-
সুস্মিতা - আপডেট : ৪ অক্টোবর ২০২১, সোমবার
- 78
সর্বধিক পাঠিত



















