ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু
- আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, সোমবার
- / 109
পুবের কলম, ওয়েবডেস্ক: দেশজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। সোমবার বিকেলে দিল্লির বিজ্ঞান ভবনে এক সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, ১ নভেম্বর থেকে ১২টি রাজ্যে একযোগে শুরু হবে এই প্রক্রিয়া, যা চলবে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, আন্দামান ও নিকোবর, ছত্তীসগড়, গুজরাট, গোয়া, লাক্ষ্মাদ্বীপ, মধ্যপ্রদেশ, রাজস্থান ও উত্তরপ্রদেশ।
কমিশন জানিয়েছে, অসমে এই পর্যায়ে SIR হবে না, সেখানে আলাদাভাবে আয়োজন করা হবে। জ্ঞানেশ কুমারের কথায়, “SIR-এর মূল উদ্দেশ্য হল বৈধ ভোটারদের অন্তর্ভুক্ত করা ও অবৈধদের বাদ দেওয়া।” প্রক্রিয়া অনুযায়ী, ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকার ফর্ম বিতরণ ও জমা হবে, ৯ ডিসেম্বর প্রকাশ পাবে খসড়া তালিকা, এবং ৭ ফেব্রুয়ারি, ২০২৬-এ প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।











































