‘ইরাকে হামলা নৃশংস’ মুখ ফসকে এ কী বললেন যুদ্ধবাজ বুশ?

- আপডেট : ২০ মে ২০২২, শুক্রবার
- / 81
পুবের কলম ওয়েবডেস্কঃ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মুখ ফসকে যেন সত্যিটাই বেরিয়ে এলো। ভুল করে তিনি ইরাকে আমেরিকার সেনা অভিযানকে ‘নিষ্ঠুর’ ও ‘অযৌক্তিক’ বলে উল্লেখ করেছেন। যদিও তিনি আসলে এমনটা বলতে চাননি। তিনি ইউক্রেনে রুশ আগ্রাসনের কথা বলতে গিয়েই মুখ ফসকে ইরাকে মার্কিন হামলার কথা বলে ফেলেছেন। পরে অবশ্য তিনি তাঁর সেই ভুল সংশোধন করেছেন। কিন্তু মুখ থেকে একবার কোনও কথা বেরিয়ে গেলে তা শত চেষ্টা করলেও ফিরিয়ে আনা যায় না। তিনি ভুলবশত এমন মন্তব্য করলেও আসলে যে সত্যিটাই বলে ফেলেছেন! প্রকৃত অর্থে ইরাক যুদ্ধ ছিল নির্মম ও সাম্রাজ্যবাদী, আমেরিকা সেটা স্বীকার করুক বা নাই করুক। আমেরিকার ডালাসে আয়োজিত এক অনুষ্ঠানে রাশিয়ার সমালোচনা করতে গিয়ে বুশ এমন বেফাঁস মন্তব্য করেন। তিনি বলেন, ‘ইরাকে সম্পূর্ণ অযৌক্তিক ও নৃশংস হামলা একজন ব্যক্তির সিদ্ধান্তের ফলাফল।’ তিনি ইউক্রেন বলতে গিয়েই ইরাক বলে ফেলেছেন। পরের মুহূর্তেই অবশ্য নিজের ভুল বুঝতে পেরে বুশ মাথা নেড়ে বলেন, ‘আমি আসলে ইউক্রেনের কথা বুঝিয়েছি।’ পরিস্থিতি স্বাভাবিক করতে তিনি কৌতুকের স্বরে এই ভুলের জন্য বয়সকে দোষারোপ করেন। এরপরে উপস্থিত লোকজনের মধ্যে হাসির রোল পড়ে যায়। উল্লেখ্য, ২০০৩ সালের মার্চে ইরাকে হামলা চালায় আমেরিকা। ব্রিটিশ রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক ও তথ্যচিত্র নির্মাতা রবার্ট ইনলাকেশ এক প্রতিবেদনে বলেন, মিথ্যা অজুহাতে আমেরিকা এই হামলা চালিয়েছিল যেটা এখন অনেকটাই প্রমাণিত বলা যায়। দেশটিতে মার্কিন হামলায় ১০ লক্ষেরও বেশি ইরাকি নাগরিক প্রাণ হারায়। ইরাক যুদ্ধের সময় আমেরিকানদের বলা হয়েছিল, বিশ্বের শান্তির জন্য ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে সরানো দরকার। ধ্বংসাত্মক অস্ত্র ও আল-কায়েদার সঙ্গে যোগসাজশের অভিযোগ তোলা হয় সাদ্দামের বিরুদ্ধে। তিনি গণহত্যা চালাতে চান এমন অভিযোগও আনা হয়। কিন্তু আসল গণহত্যা কে চালিয়েছে বা কার নির্দেশে চালানো হয়েছে, তা সবার জানা।