১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
অপারেশন 'সিঁদুরে'র পাল্টা প্রত্যাঘাত

জম্মু বিমানবন্দরে হামলা, নিষ্ক্রিয় আটটি পাকিস্তানি ক্ষেপণাস্ত্র

ইমামা খাতুন
  • আপডেট : ৮ মে ২০২৫, বৃহস্পতিবার
  • / 255

পুবের কলম,ওয়েবডেস্ক: অপারেশন ‘সিঁদুরে’র পাল্টা।  এবার ভারতে ড্রোন হামলা চালাল পাকিস্তান। মুহুমুর্হু বিস্ফোরণ! বেজে উঠল সাইরেন।আখনুর, সাম্বার মতো জায়গায় সাইরেন বাজছে। বৃহস্পতিবার রাতে হামলা চালানো হয়েছে জম্মুর এয়ারস্ট্রিপের কাছে। জায়গাটি নিয়ন্ত্রণরেখা থেকে অনেক ভিতরে বলেই খবর।  এই ঘটনাকে কেন্দ্র করে জম্মু শহরে ব্ল্যাকআউট জারি করা হয়েছে। জম্মুর আকাশে পাকিস্তানি ড্রোনও দেখা গিয়েছে বলে খবর। তারপরেই জম্মুতে হাই অ্যালার্ট জারি করা হয়।

জানা গেছে, এদিন জম্মু এয়ারপোর্ট-সহ একাধিক জায়গায় রকেট হামলা চালায় পাকিস্তান। তবে এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের ছোড়া আট-আটটি ক্ষেপণাস্ত্রও নিষ্ক্রিয় করেছে বলে জানা যাচ্ছে।নিশানায় ছিল জম্মু বিমানবন্দর, সাম্বা, আরএস পুরা, আরিনা এবং সংলগ্ন এলাকা।

আরও পড়ুন: আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য আমেরিকা ও ইসরাইলকে জবাবদিহি করতে হবে: ইরান 

অন্যদিকে এদিনই প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে দেখা করলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র  দ্বিবেদি। সকালে ড্রোন দিয়ে প্রত্যাঘাত এবং বর্তমানের সামরিক প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত তথ্য দিলেন তিনি।

আরও পড়ুন: ইসরাইলের নাম না নিয়ে কাতারে হামলার বিরুদ্ধে মোদির পোস্ট

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় গাজার ১১২ জল কেন্দ্রে হামলা, নিহত ৭০০

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অপারেশন 'সিঁদুরে'র পাল্টা প্রত্যাঘাত

জম্মু বিমানবন্দরে হামলা, নিষ্ক্রিয় আটটি পাকিস্তানি ক্ষেপণাস্ত্র

আপডেট : ৮ মে ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: অপারেশন ‘সিঁদুরে’র পাল্টা।  এবার ভারতে ড্রোন হামলা চালাল পাকিস্তান। মুহুমুর্হু বিস্ফোরণ! বেজে উঠল সাইরেন।আখনুর, সাম্বার মতো জায়গায় সাইরেন বাজছে। বৃহস্পতিবার রাতে হামলা চালানো হয়েছে জম্মুর এয়ারস্ট্রিপের কাছে। জায়গাটি নিয়ন্ত্রণরেখা থেকে অনেক ভিতরে বলেই খবর।  এই ঘটনাকে কেন্দ্র করে জম্মু শহরে ব্ল্যাকআউট জারি করা হয়েছে। জম্মুর আকাশে পাকিস্তানি ড্রোনও দেখা গিয়েছে বলে খবর। তারপরেই জম্মুতে হাই অ্যালার্ট জারি করা হয়।

জানা গেছে, এদিন জম্মু এয়ারপোর্ট-সহ একাধিক জায়গায় রকেট হামলা চালায় পাকিস্তান। তবে এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের ছোড়া আট-আটটি ক্ষেপণাস্ত্রও নিষ্ক্রিয় করেছে বলে জানা যাচ্ছে।নিশানায় ছিল জম্মু বিমানবন্দর, সাম্বা, আরএস পুরা, আরিনা এবং সংলগ্ন এলাকা।

আরও পড়ুন: আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য আমেরিকা ও ইসরাইলকে জবাবদিহি করতে হবে: ইরান 

অন্যদিকে এদিনই প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে দেখা করলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র  দ্বিবেদি। সকালে ড্রোন দিয়ে প্রত্যাঘাত এবং বর্তমানের সামরিক প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত তথ্য দিলেন তিনি।

আরও পড়ুন: ইসরাইলের নাম না নিয়ে কাতারে হামলার বিরুদ্ধে মোদির পোস্ট

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় গাজার ১১২ জল কেন্দ্রে হামলা, নিহত ৭০০