৩০ অগাস্ট ২০২৫, শনিবার, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
জামাআতের প্রতিনিধিদলের সহমর্মিতা প্রকাশ

বেলগাছিয়ায় মুসলিম যুবকের উপর প্রাণঘাতী হামলা

ইমামা খাতুন
  • আপডেট : ৯ মে ২০২৫, শুক্রবার
  • / 356

পুবের কলম প্রতিবেদক: উত্তর কলকাতার বেলগাছিয়া এলাকায় কিছু উগ্রপন্থী কয়েকজন মুসলিম যুবকের উপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে, ১০-১২ জন উগ্রপন্থী প্রথমে ওই যুবকদের নাম জিজ্ঞাসা করে এবং তারপর হঠাৎ করেই শারীরিকভাবে আক্রমণ করে।

মুসলিম বলেই এই আক্রমণ চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনার শিকার হন মুহাম্মদ সেলিম ওরফে সানি, যিনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চোখটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় গাজার ১১২ জল কেন্দ্রে হামলা, নিহত ৭০০

ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার জামাআতে ইসলামী হিন্দের রাজ্য শাখার পক্ষ থেকে একটি প্রতিনিধিদল আক্রান্তদের পরিবারের সঙ্গে দেখা করতে যান। প্রতিনিধিদলে ছিলেন রাজ্য বিভাগীয় সম্পাদক সাদাব মাসুম, আবদুর রহিম ও রাজ্য অফিস সেক্রেটারি সাবির আলী এবং হিউম্যান কেয়ার ট্রাস্টের সদস্য ওমর আউয়েস।

আরও পড়ুন: জম্মু বিমানবন্দরে হামলা, নিষ্ক্রিয় আটটি পাকিস্তানি ক্ষেপণাস্ত্র

প্রতিনিধি দল আক্রান্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে এবং রাজ্য জামাআতের পক্ষ থেকে সকল ধরনের সাহায্যের আশ্বাস দেন। তাঁরা এই ঘটনার ন্যায়বিচার দাবি করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।

আরও পড়ুন: OPERATION SINDOOR: ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা পাকিস্তানের

মানুষের জাত-ধর্ম দেখে আক্রমণের ঘটনার সঠিক তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন তাঁরা। রাজ্যের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সম্প্রীতি যাতে নষ্ট না হয় তাই প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত দাবি করেন সাদাব মাসুম।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জামাআতের প্রতিনিধিদলের সহমর্মিতা প্রকাশ

বেলগাছিয়ায় মুসলিম যুবকের উপর প্রাণঘাতী হামলা

আপডেট : ৯ মে ২০২৫, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক: উত্তর কলকাতার বেলগাছিয়া এলাকায় কিছু উগ্রপন্থী কয়েকজন মুসলিম যুবকের উপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে, ১০-১২ জন উগ্রপন্থী প্রথমে ওই যুবকদের নাম জিজ্ঞাসা করে এবং তারপর হঠাৎ করেই শারীরিকভাবে আক্রমণ করে।

মুসলিম বলেই এই আক্রমণ চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনার শিকার হন মুহাম্মদ সেলিম ওরফে সানি, যিনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চোখটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় গাজার ১১২ জল কেন্দ্রে হামলা, নিহত ৭০০

ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার জামাআতে ইসলামী হিন্দের রাজ্য শাখার পক্ষ থেকে একটি প্রতিনিধিদল আক্রান্তদের পরিবারের সঙ্গে দেখা করতে যান। প্রতিনিধিদলে ছিলেন রাজ্য বিভাগীয় সম্পাদক সাদাব মাসুম, আবদুর রহিম ও রাজ্য অফিস সেক্রেটারি সাবির আলী এবং হিউম্যান কেয়ার ট্রাস্টের সদস্য ওমর আউয়েস।

আরও পড়ুন: জম্মু বিমানবন্দরে হামলা, নিষ্ক্রিয় আটটি পাকিস্তানি ক্ষেপণাস্ত্র

প্রতিনিধি দল আক্রান্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে এবং রাজ্য জামাআতের পক্ষ থেকে সকল ধরনের সাহায্যের আশ্বাস দেন। তাঁরা এই ঘটনার ন্যায়বিচার দাবি করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।

আরও পড়ুন: OPERATION SINDOOR: ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা পাকিস্তানের

মানুষের জাত-ধর্ম দেখে আক্রমণের ঘটনার সঠিক তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন তাঁরা। রাজ্যের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সম্প্রীতি যাতে নষ্ট না হয় তাই প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত দাবি করেন সাদাব মাসুম।