কলকাতা শহরে ফের অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ঝুপড়ি, ঝলসে মৃত্যু সারমেয় শাবকের

- আপডেট : ১৭ জানুয়ারী ২০২২, সোমবার
- / 8
পুবের কলম, ওয়েবডেস্কঃ কলকাতা শহরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা। ঝলসে মৃত্যু হল সারমেয় শাবকের। সোমবার সকালে সিঁথি রামলীলা বাগানের কাছে একটি বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে। প্রথমে একটি ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয় বাসিন্দারা। তারাই আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু দাহ্য বস্তুর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এদিকে এই আগুনের মধ্যে পড়ে যায় সারমেয়রা। ঝলসে মৃত্যু হয় তাদের।
স্থানীয়রাই দমকলে খবর দেয়। দমকলের চারটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। একাধিক ঝুপড়ি পুড়ে গিয়েছে। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে স্থানীয়দের অভিযোগ, দমকল দেরিতে আসার কারণে আগুন নেভাতে দেরি হয়েছে।