২০ অক্টোবর ২০২৫, সোমবার, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সাদা-কালো ক্যানভাসে ফের ফিরল বিভূতিভূষণের দুর্গা-অপু

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৭ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার
  • / 63

পুবের কলম ওয়েবডেস্কঃ সাদা-কালো ক্যানভাসে ফের ফিরল বিভূতিভূষণের দুর্গা-অপু। মুক্তি পেল সুমন মৈত্রের ছবি “ আমি ও অপু”।

দশমী ছবির পর দীর্ঘদিন বাদে সুমন ফের ফিরলেন বড়পর্দায়। সাহিত্যিক  বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালি অবলম্বনে নির্মিত হয়েছে এই ছবিটি।

আরও পড়ুন: নেই যথাযথ সংরক্ষণ, ক্রমেই বিস্মৃতির ধুলো জমছে বিভূতিভূষণের বসতভিটায়

নিশ্চিন্দিপুরের বাসিন্দা অপু ও দুর্গা।দুই ভাইবোনের সম্পর্কের রসায়ন ফুটে উঠেছে এই ছবিতে।সাদা কালো ফ্রেমে তৈরি এই ছবি।অন্য ছবি গুলিতে যেমন দুর্গা মারা যাওয়ার পরে অপুর জীবন নিয়ে কাহিনী বলা হয়েছে, কিন্তু এই ছবিতে গল্প যাচ্ছে সেই অপু দুর্গার ছোটবেলার কাহিনী ফ্ল্যাশব্যাকে।ভাই বোনের মিষ্টি একটা সম্পর্কের গল্প ফুটে উঠবে এই ছবিতে। সেই গ্রাম, সেই বট গাছ, সেই তাল সারি সব রয়েছে এই ছবিতে

ছবিতে অভিনয় করছেন ইশান রানা,প্রকৃতি পূজারী,আনন্দ এস চৌধুরী,সুশীল শিকারিয়া,ধ্রুব দেবনাথ,সৌমিত্র ঘোষ,অশোক গাঙ্গুলি, পার্থ মুখোপাধ্যায়,অমৃতা হালদার,প্রদীপ বিশ্বাস, আরাত্রিকা গুহ সহ অন্যান্যরা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাদা-কালো ক্যানভাসে ফের ফিরল বিভূতিভূষণের দুর্গা-অপু

আপডেট : ৭ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ সাদা-কালো ক্যানভাসে ফের ফিরল বিভূতিভূষণের দুর্গা-অপু। মুক্তি পেল সুমন মৈত্রের ছবি “ আমি ও অপু”।

দশমী ছবির পর দীর্ঘদিন বাদে সুমন ফের ফিরলেন বড়পর্দায়। সাহিত্যিক  বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালি অবলম্বনে নির্মিত হয়েছে এই ছবিটি।

আরও পড়ুন: নেই যথাযথ সংরক্ষণ, ক্রমেই বিস্মৃতির ধুলো জমছে বিভূতিভূষণের বসতভিটায়

নিশ্চিন্দিপুরের বাসিন্দা অপু ও দুর্গা।দুই ভাইবোনের সম্পর্কের রসায়ন ফুটে উঠেছে এই ছবিতে।সাদা কালো ফ্রেমে তৈরি এই ছবি।অন্য ছবি গুলিতে যেমন দুর্গা মারা যাওয়ার পরে অপুর জীবন নিয়ে কাহিনী বলা হয়েছে, কিন্তু এই ছবিতে গল্প যাচ্ছে সেই অপু দুর্গার ছোটবেলার কাহিনী ফ্ল্যাশব্যাকে।ভাই বোনের মিষ্টি একটা সম্পর্কের গল্প ফুটে উঠবে এই ছবিতে। সেই গ্রাম, সেই বট গাছ, সেই তাল সারি সব রয়েছে এই ছবিতে

ছবিতে অভিনয় করছেন ইশান রানা,প্রকৃতি পূজারী,আনন্দ এস চৌধুরী,সুশীল শিকারিয়া,ধ্রুব দেবনাথ,সৌমিত্র ঘোষ,অশোক গাঙ্গুলি, পার্থ মুখোপাধ্যায়,অমৃতা হালদার,প্রদীপ বিশ্বাস, আরাত্রিকা গুহ সহ অন্যান্যরা।