‘বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে’
প্রয়োজনে আবার ভাষা আন্দোলন হবে: মমতা বন্দ্যোপাধ্যায়

- আপডেট : ২১ জুলাই ২০২৫, সোমবার
- / 39
পুবের কলম,ওয়েবডেস্ক: ‘বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে’, বাঙালি হেনস্তা নিয়ে ফুঁসে উঠলেন মমতা। সাফ জানান, প্রয়োজনে আবার ভাষা আন্দোলন হবে।
* বাংলাভাষীদের উপর অত্য়াচার হলে ছেড়ে দেব না। আমি ধরলে ছাড়ি না। আমাদের আটকে রাখা যায় না। রোখা যায় না।”
*বিজেপিকে নিশানা করে মমতা বলেন, ‘‘বাংলায় কথা বলতে ভয় পান আপনারা। বাংলা রবন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, নজরুলের জন্ম দিয়েছে। বাংলা থেকেই লেখা হয়েছে,জাতীয় সঙ্গীত।’’
*‘‘বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে কেন? বাংলা স্বাধীনতার জন্য লড়াই করেছে। নবজাগরণ হয়েছে বাংলা থেকেই। বাংলার মাটি দুর্বৃত্তদের হবে না। বাংলার মানুষকে যদি বাংলা বলার জন্য বাইরে গ্রেফতার করা হয় এই লড়াই কিন্তু দিল্লিতে হবে। আমি কিন্তু ছাড়ার লোক নেই। মনে আছে, সিঙ্গুর-নন্দীগ্রামের কথা?’’ তিনি আরও বলেন, ‘‘দরকারে আবার ভাষা আন্দোলন শুরু হবে।’’