কেন্দ্রের উপর চাপ বাড়াতে তৃণমূলের নতুন কৌশল, বৈঠকে বসছেন মমতা

- আপডেট : ৩ অগাস্ট ২০২৫, রবিবার
- / 25
পুবের কলম প্রতিবেদক: সংসদ অধিবেশন চলাকালীন একাধিক ইস্যুতে কেন্দ্রের উপর চাপ বাড়াতে নতুন রণকৌশল সাজাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে দলের সাংসদদের নিয়ে সোমবার ভার্চুয়াল বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৩টে নাগাদ এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। মূলত অপারেশন সিঁদুর ও ভোটার তালিকা নিয়ে রণনীতি ঠিক করবেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সংসদে আলোচনা শেষ হয়েছে। এই ইস্যুতে বিরোধীদের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল মোদি সরকারকে। পাশাপাশি, বিহার ভোটের আগে ভোটার তালিকায় ‘এসআইআর’ বা বিশেষ নিবিড় সংশোধন নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে। খসড়া তালিকা থেকে ৬৫ লক্ষ মানুষের নাম বাদ পড়ায় বিরোধীরা এটিকে ‘পরিকল্পিত’ বলে অভিযোগ করছে। এই ইস্যুকে সামনে রেখে আগামী ৭ আগস্ট দিল্লির নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে যোগ দিচ্ছে তৃণমূলও। শোনা যাচ্ছে, এই কর্মসূচিতে নেতৃত্ব দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তার আগে ৫ আগস্ট তিনি দলের সমস্ত জেলা সংগঠনকে নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক ডেকেছেন।
এহেন পরিস্থিতিতে আজ সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপার্সন হিসেবে তিনি সাংসদদের কাছে স্পষ্ট বার্তা দেবেন বলে মনে করা হচ্ছে।
ইন্ডিয়া জোটের অন্যতম শরিক হিসেবে তৃণমূল অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে কীভাবে কক্ষ সমন্বয় করবে, কীভাবে যৌথ প্রতিবাদে শামিল হবে এবং কোন কোন ইস্যুতে জোর দেবে, তা নিয়েও এই বৈঠকে আলোচনা হতে পারে। অতীতেও একাধিক বিষয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সরব হতে দেখা গিয়েছে। বর্তমানে এসআইআর পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ রয়েছে দেশজুড়ে। এই পরিস্থিতিতে তৃণমূল সরকারের কী রণনীতি হবে তা ঠিক করতেই এই পদক্ষেপ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।