১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এবার “ই-নজরদারি” র আওতায় পুলিশকর্মীরা

কৌশিক সালুই, বীরভূম: যেকোনও ধরনের অপরাধ রুখতে পুলিশকর্মীদের ভূমিকার উপর ডিজিটাল নজরদারি শুরু হল। বৃহস্পতিবার বীরভূমের সিউড়িতে এ কর্মসূচির আনুষ্ঠানিক শুভ সূচনা করেন জেলা পুলিশ সুপার নাগেন্দ্রনাথ ত্রিপাঠী। ব্যাংক,  বাণিজ্য কেন্দ্র, ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রভৃতি স্থানকে এই “ই-নজরদারি” কর্মসূচির আওতায় আনা হয়েছে।

বীরভূম জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে জেলার ওই ধরনের ৭০৭ টি কেন্দ্র চিহ্নিত করা হয়েছে “ই-নজরদারি” কর্মসূচিতে। ওই কেন্দ্রগুলির নির্দিষ্ট জায়গায় বারকোড সাঁটানো হয়েছে। ওখানে নজরদারি চালানোর জন্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মী তার মোবাইল সংশ্লিষ্ট বারকোড এর ওপর স্ক্যান করলেই তার উপস্থিতি কন্ট্রোল রুমে পৌঁছে যাবে। পুলিশের দাবি জেলাকে অপরাধ শূন্য করার লক্ষ্যে এই “ই- নজরদারি”কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: শিয়রে পঞ্চায়েত ভোট, পুলিশকর্মীদের উপর লোকেশন ট্র্যাক করবে লালবাজার

সংশ্লিষ্ট স্থানের নজরদারিতে দায়িত্বপ্রাপ্ত পুলিশকর্মী তার কর্তব্য ঠিকঠাক পালন করেছে কিনা এই প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করবে। জেলার সমস্ত থানার পুলিশকর্মী এবং সিভিক ভলান্টিয়ার’রা এই কর্মসূচির আওতায় পড়বে।

আরও পড়ুন: তিহাড় জেলে গ্যাংস্টার খুনে টিএনএসপি’র ৭ পুলিশকর্মী সাসপেন্ড

বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী বলেন, ‘কার বাইক এবং অন্যান্য পেট্রোলিং টিম সংশ্লিষ্ট স্থানে ঠিকঠাক নজরদারি করছে কিনা তা দেখার জন্য প্রযুক্তি সহায়তা নেওয়া হয়েছে। এই হিসেবে “ই -” কর্মসূচি নেওয়া হয়েছে।

আরও পড়ুন: আনিস কাণ্ডে আজ ভবানীভবনে তলব আমতা থানার ৪ পুলিশকর্মীকে

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বেলডাঙায় এইচ এম এস পাবলিক স্কুলের শুভ উদ্বোধন, শিক্ষার নতুন দিগন্তের সূচনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার “ই-নজরদারি” র আওতায় পুলিশকর্মীরা

আপডেট : ১৭ মার্চ ২০২২, বৃহস্পতিবার

কৌশিক সালুই, বীরভূম: যেকোনও ধরনের অপরাধ রুখতে পুলিশকর্মীদের ভূমিকার উপর ডিজিটাল নজরদারি শুরু হল। বৃহস্পতিবার বীরভূমের সিউড়িতে এ কর্মসূচির আনুষ্ঠানিক শুভ সূচনা করেন জেলা পুলিশ সুপার নাগেন্দ্রনাথ ত্রিপাঠী। ব্যাংক,  বাণিজ্য কেন্দ্র, ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রভৃতি স্থানকে এই “ই-নজরদারি” কর্মসূচির আওতায় আনা হয়েছে।

বীরভূম জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে জেলার ওই ধরনের ৭০৭ টি কেন্দ্র চিহ্নিত করা হয়েছে “ই-নজরদারি” কর্মসূচিতে। ওই কেন্দ্রগুলির নির্দিষ্ট জায়গায় বারকোড সাঁটানো হয়েছে। ওখানে নজরদারি চালানোর জন্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মী তার মোবাইল সংশ্লিষ্ট বারকোড এর ওপর স্ক্যান করলেই তার উপস্থিতি কন্ট্রোল রুমে পৌঁছে যাবে। পুলিশের দাবি জেলাকে অপরাধ শূন্য করার লক্ষ্যে এই “ই- নজরদারি”কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: শিয়রে পঞ্চায়েত ভোট, পুলিশকর্মীদের উপর লোকেশন ট্র্যাক করবে লালবাজার

সংশ্লিষ্ট স্থানের নজরদারিতে দায়িত্বপ্রাপ্ত পুলিশকর্মী তার কর্তব্য ঠিকঠাক পালন করেছে কিনা এই প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করবে। জেলার সমস্ত থানার পুলিশকর্মী এবং সিভিক ভলান্টিয়ার’রা এই কর্মসূচির আওতায় পড়বে।

আরও পড়ুন: তিহাড় জেলে গ্যাংস্টার খুনে টিএনএসপি’র ৭ পুলিশকর্মী সাসপেন্ড

বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী বলেন, ‘কার বাইক এবং অন্যান্য পেট্রোলিং টিম সংশ্লিষ্ট স্থানে ঠিকঠাক নজরদারি করছে কিনা তা দেখার জন্য প্রযুক্তি সহায়তা নেওয়া হয়েছে। এই হিসেবে “ই -” কর্মসূচি নেওয়া হয়েছে।

আরও পড়ুন: আনিস কাণ্ডে আজ ভবানীভবনে তলব আমতা থানার ৪ পুলিশকর্মীকে