১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনের মৎস্যজীবিদের জীবন রক্ষায় কি কি করনীয় সে বিষয়ে আলোচনা সভা হয়ে গেল অরণ্য ভবনে

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার
  • / 229

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : সুন্দরবনের মৎস্যজীবিদের জীবন রক্ষায় কি কি করনীয় সে বিষয়ে অরণ্য ভবনে সরকারি উদ্যোগে গুরুত্বপূর্ণ আলোচনা সভা হয়ে গেল মঙ্গলবার। গভীর সুমুদ্রে মাছ ধরতে গিয়ে বারবার জীবনঝুঁকির মুখোমুখি হচছে সুন্দরবন মৎস্যজীবিরা।

এদিন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী বীরবাহা হাঁসদার নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, ক্যানিং পশ্চিম বিধানসভার বিধায়ক পরেশরাম দাস,রাজ্য বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্যসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিনের বৈঠকে মৎস্যজীবিদের জীবনের ঝুঁকি, দুর্ঘটনা, নৌকা ও ট্রলার ডুবি, প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির আশঙ্কা ইত্যাদি বাস্তব পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জানানো হয়, প্রতিবছর বহু মৎস্যজীবি গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে দুর্যোগে প্রাণ হারান অথবা নিখোঁজ হন। অনেকেই জীবনের সঙ্গে লড়াই করে ফিরলে ও কারও কারও জীবনের অবসান ঘটে গভীর সমুদ্রে।

আরও পড়ুন: সুন্দরবনের পাঁচশ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়ে নজির গড়ল আল আমিন মিশনের প্রাক্তনীরা

এই পরিস্থিতি মোকাবিলায় মৎস্যজীবিদের আধুনিক নিরাপত্তা সরঞ্জাম যেমন লাইফ জ্যাকেট, স্যাটেলাইট ফোন, ট্র্যাকিং সিস্টেমসহ অন্যান্য সহায়ক প্রযুক্তি সরবরাহ এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: লুপ্তপ্রায় ন্যাদোস মাছ ফিরিয়ে আনতে উদ্যোগ সুন্দরবনের

বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী মৎস্যজীবিদের উন্নয়ন ও সুরক্ষায় দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণের প্রতিশ্রুতি দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।এদিন মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, মৎস্যজীবিরা শুধুই মৎস্যজীবী নয়, তারা আমাদের সামুদ্রিক সম্পদের রক্ষক। তাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।আর আমরা তাদের পাশে থেকে কি ভাবে সহায়তা করতে পারি সেটাই দেখা হবে।

আরও পড়ুন: কৈখালি পর্যটন কেন্দ্রে যত্রতত্র প্লাস্টিক পরে থাকায় দূষিত হচ্ছে পরিবেশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুন্দরবনের মৎস্যজীবিদের জীবন রক্ষায় কি কি করনীয় সে বিষয়ে আলোচনা সভা হয়ে গেল অরণ্য ভবনে

আপডেট : ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : সুন্দরবনের মৎস্যজীবিদের জীবন রক্ষায় কি কি করনীয় সে বিষয়ে অরণ্য ভবনে সরকারি উদ্যোগে গুরুত্বপূর্ণ আলোচনা সভা হয়ে গেল মঙ্গলবার। গভীর সুমুদ্রে মাছ ধরতে গিয়ে বারবার জীবনঝুঁকির মুখোমুখি হচছে সুন্দরবন মৎস্যজীবিরা।

এদিন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী বীরবাহা হাঁসদার নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, ক্যানিং পশ্চিম বিধানসভার বিধায়ক পরেশরাম দাস,রাজ্য বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্যসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিনের বৈঠকে মৎস্যজীবিদের জীবনের ঝুঁকি, দুর্ঘটনা, নৌকা ও ট্রলার ডুবি, প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির আশঙ্কা ইত্যাদি বাস্তব পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জানানো হয়, প্রতিবছর বহু মৎস্যজীবি গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে দুর্যোগে প্রাণ হারান অথবা নিখোঁজ হন। অনেকেই জীবনের সঙ্গে লড়াই করে ফিরলে ও কারও কারও জীবনের অবসান ঘটে গভীর সমুদ্রে।

আরও পড়ুন: সুন্দরবনের পাঁচশ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়ে নজির গড়ল আল আমিন মিশনের প্রাক্তনীরা

এই পরিস্থিতি মোকাবিলায় মৎস্যজীবিদের আধুনিক নিরাপত্তা সরঞ্জাম যেমন লাইফ জ্যাকেট, স্যাটেলাইট ফোন, ট্র্যাকিং সিস্টেমসহ অন্যান্য সহায়ক প্রযুক্তি সরবরাহ এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: লুপ্তপ্রায় ন্যাদোস মাছ ফিরিয়ে আনতে উদ্যোগ সুন্দরবনের

বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী মৎস্যজীবিদের উন্নয়ন ও সুরক্ষায় দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণের প্রতিশ্রুতি দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।এদিন মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, মৎস্যজীবিরা শুধুই মৎস্যজীবী নয়, তারা আমাদের সামুদ্রিক সম্পদের রক্ষক। তাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।আর আমরা তাদের পাশে থেকে কি ভাবে সহায়তা করতে পারি সেটাই দেখা হবে।

আরও পড়ুন: কৈখালি পর্যটন কেন্দ্রে যত্রতত্র প্লাস্টিক পরে থাকায় দূষিত হচ্ছে পরিবেশ