স্বাধীনতা দিবসে খোলা থাকছে ইকোপার্ক
- আপডেট : ১১ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার
- / 84
পুবের কলম প্রতিবেদক: স্বাধীনতা দিবসের দিনে খোলা থাকছে নিউ টাউনের ইকোপার্ক। এবারে ৭৫তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে সোমবার। সেই উপলক্ষেই দর্শনার্থীদের জন্য আগামী সোমবার অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন খোলা থাকছে নিউ টাউনের অন্যতম আকর্ষণীয় ভ্রমণকেন্দ্র প্রকৃতি উদ্যানের প্রতিটি গেট। এমনিতেই নিয়মমাফিক সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবারে বন্ধ থাকে ইকোপার্ক। কিন্তু ওইদিন প্রকৃতি উদ্যান খুলে রাখার ব্যাপারে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে পার্ক কর্তৃপক্ষ হিডকো জানিয়েছে, দেশের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিদিনের মতোই সোমবার নির্দিষ্ট সময়ে সাধারণদের জন্য খোলা থাকছে ইকোপার্কের গেট।
একইসঙ্গে ওইদিন খোলা থাকবে মাদার ওয়াক্স মিউজিয়াম, এয়ারক্রাফট মিউজিয়াম, বিশ্ববাংলা গেট, নিউ টাউন কফি হাউস-সহ হিডকোর অন্যান্য ভ্রমণকেন্দ্রের দরজা।
















































