০৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

৩০ বছরে ৭০  নারীকে হত্যা   করেছেন বাবা, চাঞ্চল্যকর অভিযোগ মেয়ের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৭ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার
  • / 52

Repressive image

 

 

আরও পড়ুন: চকোলেট কেনার বায়না, ৮ বছরের মেয়েকে মাথা থেঁতলে খুন বাবার

পুবের কলম ওয়েবডেস্ক: নিজের বাবার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন এক মার্কিনি নারী। অভিযোগ, তাঁর পিতা একাই ৭০ নারীকে খুন করেছেন! ঘটনা শুনে স্তম্ভিত দেশটির আইওয়া অঞ্চলের স্থানীয় পুলিশ কর্মকর্তারা। তাঁদের মতে, যদি এই অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি খুন করার রেকর্ড গড়বেন ওই ব্যক্তি। অভিযুক্তের মেয়ের নাম লুসি স্টাডি। তিনি জানিয়েছেন, প্রায় ৩০ বছর ধরে অন্তত ৭০ জন নারীকে খুন করেছেন তার বাবা ডোনাল্ড ডিন স্টাডি। শুধু খুনই নয়, নিজের ছেলেমেয়েদের দিয়ে সেই মরদেহ কবরও দেওয়াতেন ডোনাল্ড। প্রাথমিকভাবে স্থানীয় পুলিশের অনুমান, মূলত যৌনকর্মীদের খুন করা হত। নানাভাবে লোভ দেখিয়ে ওই নারীদের নিজের বাড়িতে ডেকে আনতেন ডোনাল্ড। তারপরেই খুন করতেন তাদের। লুসি বলেছেন, ‘মূলত ভারী জিনিস দিয়ে মাথায় আঘাত করে খুন করা হত ওই নারীদের। তারপর সন্তানদের ডেকে ঠেলাগাড়িতে সেই মরদেহ তুলে দিয়ে কাছেরই একটি কুয়োর মধ্যে ফেলে দেওয়া হত।’ ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে লুসি জানান, ‘বাবা শুধু বলতেন, কুয়োর কাছে চলে যাও। ব্যস, তারপর জানতাম আমাদের কী করতে হবে।’ ঠিক কোন জায়গায় মরদেহগুলো পোঁতা হয়েছিল, সেই জায়গাটিও দেখিয়ে দিয়েছেন লুসি। স্থানীয় পুলিশ প্রধান কেভিন বলেন, ‘আপাতত তল্লাশি চালানো হচ্ছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, সত্যি প্রচুর মরদেহ রয়েছে। কিন্তু এখনই সব প্রমাণিত নয়। এই দাবি সত্য হলে আমেরিকার ইতিহাসে সর্বাধিক খুনের অভিযোগ থাকবে ডোনাল্ডের নামে।’ তবে ২০১৩ সালে ডোনাল্ডের মৃত্যু হয়। ফলে খুনির শাস্তি হওয়ার সম্ভাবনা নেই।

আরও পড়ুন: রায়দীঘিতে সাতসকালে ছেলের হাতে বাবা খুন,এলাকায় চাঞ্চল্য

 

আরও পড়ুন: অনার কিলিং! নাবালিকা মেয়েকে গলায় ফাঁস দিয়ে খুন করে দেহ পুড়িয়ে দিলেন বাবা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৩০ বছরে ৭০  নারীকে হত্যা   করেছেন বাবা, চাঞ্চল্যকর অভিযোগ মেয়ের

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার

 

 

আরও পড়ুন: চকোলেট কেনার বায়না, ৮ বছরের মেয়েকে মাথা থেঁতলে খুন বাবার

পুবের কলম ওয়েবডেস্ক: নিজের বাবার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন এক মার্কিনি নারী। অভিযোগ, তাঁর পিতা একাই ৭০ নারীকে খুন করেছেন! ঘটনা শুনে স্তম্ভিত দেশটির আইওয়া অঞ্চলের স্থানীয় পুলিশ কর্মকর্তারা। তাঁদের মতে, যদি এই অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি খুন করার রেকর্ড গড়বেন ওই ব্যক্তি। অভিযুক্তের মেয়ের নাম লুসি স্টাডি। তিনি জানিয়েছেন, প্রায় ৩০ বছর ধরে অন্তত ৭০ জন নারীকে খুন করেছেন তার বাবা ডোনাল্ড ডিন স্টাডি। শুধু খুনই নয়, নিজের ছেলেমেয়েদের দিয়ে সেই মরদেহ কবরও দেওয়াতেন ডোনাল্ড। প্রাথমিকভাবে স্থানীয় পুলিশের অনুমান, মূলত যৌনকর্মীদের খুন করা হত। নানাভাবে লোভ দেখিয়ে ওই নারীদের নিজের বাড়িতে ডেকে আনতেন ডোনাল্ড। তারপরেই খুন করতেন তাদের। লুসি বলেছেন, ‘মূলত ভারী জিনিস দিয়ে মাথায় আঘাত করে খুন করা হত ওই নারীদের। তারপর সন্তানদের ডেকে ঠেলাগাড়িতে সেই মরদেহ তুলে দিয়ে কাছেরই একটি কুয়োর মধ্যে ফেলে দেওয়া হত।’ ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে লুসি জানান, ‘বাবা শুধু বলতেন, কুয়োর কাছে চলে যাও। ব্যস, তারপর জানতাম আমাদের কী করতে হবে।’ ঠিক কোন জায়গায় মরদেহগুলো পোঁতা হয়েছিল, সেই জায়গাটিও দেখিয়ে দিয়েছেন লুসি। স্থানীয় পুলিশ প্রধান কেভিন বলেন, ‘আপাতত তল্লাশি চালানো হচ্ছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, সত্যি প্রচুর মরদেহ রয়েছে। কিন্তু এখনই সব প্রমাণিত নয়। এই দাবি সত্য হলে আমেরিকার ইতিহাসে সর্বাধিক খুনের অভিযোগ থাকবে ডোনাল্ডের নামে।’ তবে ২০১৩ সালে ডোনাল্ডের মৃত্যু হয়। ফলে খুনির শাস্তি হওয়ার সম্ভাবনা নেই।

আরও পড়ুন: রায়দীঘিতে সাতসকালে ছেলের হাতে বাবা খুন,এলাকায় চাঞ্চল্য

 

আরও পড়ুন: অনার কিলিং! নাবালিকা মেয়েকে গলায় ফাঁস দিয়ে খুন করে দেহ পুড়িয়ে দিলেন বাবা