রায়দীঘিতে সাতসকালে ছেলের হাতে বাবা খুন,এলাকায় চাঞ্চল্য
- আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, সোমবার
- / 6
উজ্জ্বল বন্দোপাধ্যায়,রায়দীঘি : সাতসকালে নৃশংস হত্যার ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য।ঘটনাটি ঘটেছে রায়দীঘিতে। শাবলের আঘাতে বাবাকে খুন করে ছেলে। মৃত ব্যক্তির নাম দুলাল গায়েন(৬২)।এই ঘটনার পর ছেলে দীপঙ্কর গায়েনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে রায়দীঘি থানার পুলিশ।
পারিবারিক বিবাদের জেরেই এই খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান। সোমবার সকালে বাবা ও ছেলের মধ্যে কথাকাটাকাটি হয় বলে পুলিশ জানতে পেরেছে। জানা যাচ্ছে মূলত বছর ছয়েক আগে রায়দিঘির খাড়ি এলাকা থেকে উঠে কুমড়োপাড়ায় জায়গা কিনে ঘর বাঁধে দুলাল গায়েন(৬২) পেশায় ভ্যান চালক এই ব্যক্তি। তারপর থেকে বিভিন্ন কারণে বাবা ও ছেলের বচসা হত। তবে তা মিটেও যেত।কিন্তু এদিন সকালে আবার নতুন করে বচসা শুরু হয়। যার জেরে শাবল মেরে বাবাকে খুন করে ছেলে। ঘটনার কথা জানতে পেরেই ঘটনাস্থলে যায় রায়দিঘি থানার পুলিশ। দুলাল গায়েনের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় রায়দিঘি থানার পুলিশ। দীপঙ্করকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।