০২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

অনুষ্ঠান করে পারিশ্রমিক পেতেন  মাত্র ৫০ টাকা, মুম্বইয়ের রাজপথে অটোও চালিয়েছেন রাজু শ্রীবাস্তব

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, বুধবার
  • / 61

পুবের কলম, ওয়েবডেস্ক:  মানুষকে নানা কায়দায় হাসাতে ভালোবাসতেন। অঙ্গভঙ্গি নকল করে সেটা সকলের সামনে অভিনয় করে দেখানোর জন্মগত প্রতিভা ছিল। এমনকী গলাও নকল করতে পারতেন যেকোনও মানুষের। কানপুরে কৌতুকশিল্পী হিসেবে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন রাজু শ্রীবাস্তব। কিন্ত রাজু বুঝতে পারেন, একটা ছোট শহরে থেকে তাঁর স্বপ্ন হয়তো সফল হবে না। এর পরেই মুম্বাই পাড়ি দেন তিনি।

অনুষ্ঠান করে পারিশ্রমিক পেতেন  মাত্র ৫০ টাকা, মুম্বইয়ের রাজপথে অটোও চালিয়েছেন রাজু শ্রীবাস্তব

আরও পড়ুন: গণেশ বিসর্জনের সময় ৪০০ কেজি আরডিএক্স দিয়ে মুম্বাই গুঁড়িয়ে দেওয়ার হুমকি বার্তা পুলিশে! গ্রেপ্তার অভিযুক্ত অশ্বিনী কুমার

কিন্তু মুম্বাইয়ের মতো বড় শহরে এসে রাজু বুঝতে পারেন, অতো সহজে হয়তো তাঁর স্বপ্ন ছুঁতে পারবেন না তিনি। এদিকে কানুপুর থেকে নিয়ে আসা টাকাও ফুরিয়ে যেতে শুরু করেছে। এই অবস্থায় পেট চালানোর জন্য অটোর স্টিয়ারিং ধরেন রাজু। কিন্তু সেই অভাবে মধ্যে নিজের স্বপ্ন ভোলেননি তিনি। তার মধ্যেই ছোটখাটো অনুষ্ঠানে কৌতুক পরিবেশন করতে  শুরু করেন রাজু।

আরও পড়ুন: মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলার হুমকি, শহরজুড়ে কড়া নিরাপত্তা

অনুষ্ঠান করে পারিশ্রমিক পেতেন  মাত্র ৫০ টাকা, মুম্বইয়ের রাজপথে অটোও চালিয়েছেন রাজু শ্রীবাস্তব

আরও পড়ুন: জল থইথই মুম্বই, দেশের বিভিন্ন রাজ্যেও প্রবল বর্ষণ, বিপর্যস্ত জনজীবন

সমস্ত বাধা কাটিয়ে কৌতুকশিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেন রাজু। হঠাৎই  একদিন ভাগ্যের চাকা ঘুরে যায়। রাজুর সুযোগ আসে এক হাস্যকৌতুকানুষ্ঠানে অংশ নেওয়ার। তার পর থেকে আর ফিরে তাকাতে হয়নি রাজুকে। অচিরেই মানুষের মনে জায়গা করে নেন তিনি। আলাদাভাবে নিজের কমেডি পরিবেশন করার ক্ষমতাই তাকে সকলের থেকে আলাদা করে দেয়।

অনুষ্ঠান করে পারিশ্রমিক পেতেন  মাত্র ৫০ টাকা, মুম্বইয়ের রাজপথে অটোও চালিয়েছেন রাজু শ্রীবাস্তব

ডিডি ন্যাশনালের বিখ্যাত কৌতুকানুষ্ঠান ‘টি টাইম মনোরঞ্জন’ থেকে শুরু করে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’, দর্শকের মধ্যে বিশেষ ভাবে পরিচিত হন রাজু। দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’-এ দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন রাজু। এই কৌতুকানুষ্ঠানে তিনি সামনে আনেন তাঁর অন্যতম জনপ্রিয় চরিত্র ‘গজধর ভাইয়া’কে। রাজুর মতোই জনপ্রিয় হয়ে ওঠে তাঁর সৃষ্ট চরিত্রটি। এছাড়াও ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ বাদেও টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন রাজু। ২০০৯ সালে বিতর্কিত রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর তিন নম্বর সিজনে তিনি অংশ নিয়েছিলেন।

অনুষ্ঠান করে পারিশ্রমিক পেতেন  মাত্র ৫০ টাকা, মুম্বইয়ের রাজপথে অটোও চালিয়েছেন রাজু শ্রীবাস্তব

২০১৩ সালে স্ত্রীকে নিয়ে যোগ দেন ‘নাচ বলিয়ে সিজন ৬’-এ। ‘দ্য ইন্ডিয়ান মজাক লিগ’-এও অংশ নেন তিনি। জনপ্রিয় কৌতুকানুষ্ঠান ‘কমেডি নাইটস উইথ কপিল’-এও অতিথি হিসাবে দেখা গিয়েছিল তাঁকে। রাজুর সৃষ্ট অন্যতম চরিত্রটি ছিল  ‘গজধর ভাইয়া’কে। রাজুর মতোই জনপ্রিয় হয়ে ওঠে তাঁর সৃষ্ট ক্যারকটারটি।

অনুষ্ঠান করে পারিশ্রমিক পেতেন  মাত্র ৫০ টাকা, মুম্বইয়ের রাজপথে অটোও চালিয়েছেন রাজু শ্রীবাস্তব

রাজু একটা সময় যখন মুম্বইতে কৌতুকশিল্পী হিসেবে কাজ শুরু করেন তখন কেউ তাকে বেশি পাত্তা দিত না। প্রথমদিকে একটা অনুষ্ঠান করলে পারিশ্রমিক পেতেন মাত্র ৫০ টাকা। সেই সময় অনেকবার তার মনে হয়েছে হয়তো তাঁর কৌতুকশিল্পী হয়ে ওঠার স্বপ্ন আর কোনওদিন পূরণ হবে না। কিন্তু তাও বলিউডের অন্যতম কৌতুক অভিনেতা জনি লিভারকে দেখে ফের ঘুরে দাঁড়িয়েছিলেন রাজু।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অনুষ্ঠান করে পারিশ্রমিক পেতেন  মাত্র ৫০ টাকা, মুম্বইয়ের রাজপথে অটোও চালিয়েছেন রাজু শ্রীবাস্তব

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  মানুষকে নানা কায়দায় হাসাতে ভালোবাসতেন। অঙ্গভঙ্গি নকল করে সেটা সকলের সামনে অভিনয় করে দেখানোর জন্মগত প্রতিভা ছিল। এমনকী গলাও নকল করতে পারতেন যেকোনও মানুষের। কানপুরে কৌতুকশিল্পী হিসেবে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন রাজু শ্রীবাস্তব। কিন্ত রাজু বুঝতে পারেন, একটা ছোট শহরে থেকে তাঁর স্বপ্ন হয়তো সফল হবে না। এর পরেই মুম্বাই পাড়ি দেন তিনি।

অনুষ্ঠান করে পারিশ্রমিক পেতেন  মাত্র ৫০ টাকা, মুম্বইয়ের রাজপথে অটোও চালিয়েছেন রাজু শ্রীবাস্তব

আরও পড়ুন: গণেশ বিসর্জনের সময় ৪০০ কেজি আরডিএক্স দিয়ে মুম্বাই গুঁড়িয়ে দেওয়ার হুমকি বার্তা পুলিশে! গ্রেপ্তার অভিযুক্ত অশ্বিনী কুমার

কিন্তু মুম্বাইয়ের মতো বড় শহরে এসে রাজু বুঝতে পারেন, অতো সহজে হয়তো তাঁর স্বপ্ন ছুঁতে পারবেন না তিনি। এদিকে কানুপুর থেকে নিয়ে আসা টাকাও ফুরিয়ে যেতে শুরু করেছে। এই অবস্থায় পেট চালানোর জন্য অটোর স্টিয়ারিং ধরেন রাজু। কিন্তু সেই অভাবে মধ্যে নিজের স্বপ্ন ভোলেননি তিনি। তার মধ্যেই ছোটখাটো অনুষ্ঠানে কৌতুক পরিবেশন করতে  শুরু করেন রাজু।

আরও পড়ুন: মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলার হুমকি, শহরজুড়ে কড়া নিরাপত্তা

অনুষ্ঠান করে পারিশ্রমিক পেতেন  মাত্র ৫০ টাকা, মুম্বইয়ের রাজপথে অটোও চালিয়েছেন রাজু শ্রীবাস্তব

আরও পড়ুন: জল থইথই মুম্বই, দেশের বিভিন্ন রাজ্যেও প্রবল বর্ষণ, বিপর্যস্ত জনজীবন

সমস্ত বাধা কাটিয়ে কৌতুকশিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেন রাজু। হঠাৎই  একদিন ভাগ্যের চাকা ঘুরে যায়। রাজুর সুযোগ আসে এক হাস্যকৌতুকানুষ্ঠানে অংশ নেওয়ার। তার পর থেকে আর ফিরে তাকাতে হয়নি রাজুকে। অচিরেই মানুষের মনে জায়গা করে নেন তিনি। আলাদাভাবে নিজের কমেডি পরিবেশন করার ক্ষমতাই তাকে সকলের থেকে আলাদা করে দেয়।

অনুষ্ঠান করে পারিশ্রমিক পেতেন  মাত্র ৫০ টাকা, মুম্বইয়ের রাজপথে অটোও চালিয়েছেন রাজু শ্রীবাস্তব

ডিডি ন্যাশনালের বিখ্যাত কৌতুকানুষ্ঠান ‘টি টাইম মনোরঞ্জন’ থেকে শুরু করে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’, দর্শকের মধ্যে বিশেষ ভাবে পরিচিত হন রাজু। দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’-এ দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন রাজু। এই কৌতুকানুষ্ঠানে তিনি সামনে আনেন তাঁর অন্যতম জনপ্রিয় চরিত্র ‘গজধর ভাইয়া’কে। রাজুর মতোই জনপ্রিয় হয়ে ওঠে তাঁর সৃষ্ট চরিত্রটি। এছাড়াও ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ বাদেও টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন রাজু। ২০০৯ সালে বিতর্কিত রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর তিন নম্বর সিজনে তিনি অংশ নিয়েছিলেন।

অনুষ্ঠান করে পারিশ্রমিক পেতেন  মাত্র ৫০ টাকা, মুম্বইয়ের রাজপথে অটোও চালিয়েছেন রাজু শ্রীবাস্তব

২০১৩ সালে স্ত্রীকে নিয়ে যোগ দেন ‘নাচ বলিয়ে সিজন ৬’-এ। ‘দ্য ইন্ডিয়ান মজাক লিগ’-এও অংশ নেন তিনি। জনপ্রিয় কৌতুকানুষ্ঠান ‘কমেডি নাইটস উইথ কপিল’-এও অতিথি হিসাবে দেখা গিয়েছিল তাঁকে। রাজুর সৃষ্ট অন্যতম চরিত্রটি ছিল  ‘গজধর ভাইয়া’কে। রাজুর মতোই জনপ্রিয় হয়ে ওঠে তাঁর সৃষ্ট ক্যারকটারটি।

অনুষ্ঠান করে পারিশ্রমিক পেতেন  মাত্র ৫০ টাকা, মুম্বইয়ের রাজপথে অটোও চালিয়েছেন রাজু শ্রীবাস্তব

রাজু একটা সময় যখন মুম্বইতে কৌতুকশিল্পী হিসেবে কাজ শুরু করেন তখন কেউ তাকে বেশি পাত্তা দিত না। প্রথমদিকে একটা অনুষ্ঠান করলে পারিশ্রমিক পেতেন মাত্র ৫০ টাকা। সেই সময় অনেকবার তার মনে হয়েছে হয়তো তাঁর কৌতুকশিল্পী হয়ে ওঠার স্বপ্ন আর কোনওদিন পূরণ হবে না। কিন্তু তাও বলিউডের অন্যতম কৌতুক অভিনেতা জনি লিভারকে দেখে ফের ঘুরে দাঁড়িয়েছিলেন রাজু।