০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মাঠে ফিরছি,যুবরাজের পোস্টে জল্পনা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২ নভেম্বর ২০২১, মঙ্গলবার
  • / 10

পুবের কলম ওয়েব ডেস্ক:  পরপর দুটি ম্যাচ হেরে টি-২০ বিশ্বকাপে ভারতের শেষ চারে যাওয়ার আশা যখন  শেষের মুখে–  তখন  সোশ্যাল মিডিয়ায়  প্রাক্তন তারকা যুবরাজ সিংয়ের একটি ভিডিও পোস্টকে  ঘিরে জল্লনা ছড়াল। যখন  তিনি মাঠে ফেরার কথা বলে ভারতীয় দলের সঙ্গে যুক্ত হওয়ার ইঙ্গিত দিয়েছেন।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজের পুরনো দিনের ধামাকেদার ব্যাটিংয়ের একটি  ভিডিও পোস্ট করে যুবরাজ লিখেছেন– ‘ঈশ্বরই কারও ভাগ্য ঠিক   করে দেন। জনগনের চাহিদায় সম্ভবত আগামী ফেব্রুয়ারি মাসে মাঠে ফিরব।  এর থেক বেশি ভালো লাগা আর কিছুতে হতে পারে না। এই ভালোবাসা এবং শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ।’ একই সঙ্গে ভারতের পতাকার ছবি দিয়ে দেশের প্রাক্তন এই তারকা  ব্যাটসম্যান লিখেছেন– ‘ভারতকে সমর্থন  করুন। এটা আমাদের দল। একজন সত্যিকারের ভক্ত কঠিন সময়ে তার  দলের পাশে থাকে। ’ এখন  প্রশ্ন– নিজের প্রত্যাবর্তনের খবর জানাতে গিয়ে যুবি  ভারতের খারাপ পারফরম্যান্সের কথা  তুলে  ধরে দলকে  সমর্থনের আর্জি জানালেন কেন?

টিম ইন্ডিয়ার জন্য সমর্থনের কথা  বলায় অনেকেই অনুমান করছেন– যুবরাজ হয়তো কোনওভাবে  ভারতীয় দলের সঙ্গে যুক্ত হতে চলেছেন। কেউ বলছেন– তিনি দলের ব্যাটিং কোচ হতে পারেন– আবার কারও অনুমান যুবিকে মেন্টর করা হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা সবাই  জানে। ফলে যুবরাজের হয়তো দলের সঙ্গে  কোনওভাবে যুক্ত করার ভালো রকমের সম্ভবনা রয়েছে বলেই মনে করছে ক্রিকেট ভক্তদের একটা বড় অংশ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাঠে ফিরছি,যুবরাজের পোস্টে জল্পনা

আপডেট : ২ নভেম্বর ২০২১, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্ক:  পরপর দুটি ম্যাচ হেরে টি-২০ বিশ্বকাপে ভারতের শেষ চারে যাওয়ার আশা যখন  শেষের মুখে–  তখন  সোশ্যাল মিডিয়ায়  প্রাক্তন তারকা যুবরাজ সিংয়ের একটি ভিডিও পোস্টকে  ঘিরে জল্লনা ছড়াল। যখন  তিনি মাঠে ফেরার কথা বলে ভারতীয় দলের সঙ্গে যুক্ত হওয়ার ইঙ্গিত দিয়েছেন।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজের পুরনো দিনের ধামাকেদার ব্যাটিংয়ের একটি  ভিডিও পোস্ট করে যুবরাজ লিখেছেন– ‘ঈশ্বরই কারও ভাগ্য ঠিক   করে দেন। জনগনের চাহিদায় সম্ভবত আগামী ফেব্রুয়ারি মাসে মাঠে ফিরব।  এর থেক বেশি ভালো লাগা আর কিছুতে হতে পারে না। এই ভালোবাসা এবং শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ।’ একই সঙ্গে ভারতের পতাকার ছবি দিয়ে দেশের প্রাক্তন এই তারকা  ব্যাটসম্যান লিখেছেন– ‘ভারতকে সমর্থন  করুন। এটা আমাদের দল। একজন সত্যিকারের ভক্ত কঠিন সময়ে তার  দলের পাশে থাকে। ’ এখন  প্রশ্ন– নিজের প্রত্যাবর্তনের খবর জানাতে গিয়ে যুবি  ভারতের খারাপ পারফরম্যান্সের কথা  তুলে  ধরে দলকে  সমর্থনের আর্জি জানালেন কেন?

টিম ইন্ডিয়ার জন্য সমর্থনের কথা  বলায় অনেকেই অনুমান করছেন– যুবরাজ হয়তো কোনওভাবে  ভারতীয় দলের সঙ্গে যুক্ত হতে চলেছেন। কেউ বলছেন– তিনি দলের ব্যাটিং কোচ হতে পারেন– আবার কারও অনুমান যুবিকে মেন্টর করা হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা সবাই  জানে। ফলে যুবরাজের হয়তো দলের সঙ্গে  কোনওভাবে যুক্ত করার ভালো রকমের সম্ভবনা রয়েছে বলেই মনে করছে ক্রিকেট ভক্তদের একটা বড় অংশ।