ত্রিপুরায় বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা তিপ্রা মোথার বিধায়কের
- আপডেট : ৫ জুলাই ২০২৫, শনিবার
- / 103
পুবের কলম ওয়েবডেস্ক: ত্রিপুরায় সরকারের উপর থেকে সমর্থন তুলে নেওয়ার হুঁশিয়ারি তিপ্রা মোথার বিধায়কের। সংকটে পড়ে যেতে পারে ত্রিপুরার বিজেপি সরকার। ত্রিপুরায় জনজাতিদের কল্যাণে যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল, রাজ্য বা কেন্দ্র কোনও সরকারই সেই চুক্তি মানছে না। এই অভিযোগে ত্রিপুরায় বিজেপি সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করলেন তিপ্রা মোথার বিধায়ক দেববর্মা। আাগমী ২০ জুলাই দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে খবর। তিপ্রার প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মা সমর্থন প্রত্যাহারের ব্যাপারে কিছু জানেন না বলে দাবি করেছেন। সমর্থন প্রত্যাহারের খবরে সত্যতা নেই বলে তিনি জানিয়েছেন।
শনিবার সাংবাদিক সম্মেলনে করেন রঞ্জিত দেবর্বমা। তিনি দাবি করেন, ত্রিপুরায় জনজাতি কল্যাণে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল। একবছর অতিক্রান্ত হয়ে গেছে। এখনও পর্যন্ত ত্রিপাক্ষিক চুক্তি রাজ্য ও কেন্দ্র সরকার মানছে না বলে দাবি তাঁর। ভিলেজ কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হয়নি বলে জানান তিনি। একাধিকবার এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে বলে দাবি তাঁর। তিনি বলেন, তিপ্রা মোথা বিজেপির শরিক হয়েও জনগণের জন্য কোনও কাজ করতে পারছে না। ফলে শরিক হিসাবে সরকারে থাকার দরকার আছে বলে দল মনে করছে না। তাঁর দাবি, মন্ত্রিত্বের লোভে মোথা বিজেপির সঙ্গে জোট বাঁধেনি। আগামী ২০ জুলাই দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সমর্থন প্রত্যাহারের ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে বলে জানান বিধায়ক রঞ্জিত দেববর্মা।





















































