০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বন্যাত্রাণে গিয়ে ভেঙে পড়ল সামরিক কপ্টার,মৃত্যু ৬ সেনা ও লেফটেন্যান্ট জেনারেলের

ইমামা খাতুন
  • আপডেট : ২ অগাস্ট ২০২২, মঙ্গলবার
  • / 62

পুবের কলম ওয়েবডেস্কঃ পাকিস্তানে ত্রাণ দিতে গিয়ে ৬ সেনাসহ একটি হেলিকপ্টার ভেঙে পড়ে সেনার বিমান। এই ঘটনায় মৃত্যু হয়েছে ছয় সামরিক শীর্ষকর্তার। তার মধ্যে অন্যতম লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলি।

 

আরও পড়ুন: মহড়া চলাকালীন ভেঙে পড়ল ভারতীয় সেনার চিতা হেলিকপ্টার, নিখোঁজ ২ পাইলট

উল্লেখ্য,স্থানীয় সময় সোমবার (১ আগস্ট) বন্যাকবলিত এলাকায় ত্রাণ অভিযান পরিচালনার সময় দেশটির দক্ষিণাঞ্চলে ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে।  ভয়াবহ ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন পাকিস্তানের প্রাক্তন এবং বর্তমান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: আগুনের ফুলকি! বিমান বিভ্রাটের কবলে ইন্ডিগো, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা

 

আরও পড়ুন: চিনের রকেট আছড়ে পড়ল সুলু সাগরে

প্রসঙ্গতও, গত কয়েক সপ্তাহ ধরে বেলুচিস্তানের বন্যা কবলিত জেলাগুলোতে ত্রাণ তৎপরতায় হেলিকপ্টারসহ সামরিক বাহিনী ও সরঞ্জাম নিয়োজিত রয়েছে।চলতি সপ্তাহের সোমবার (০১ আগস্ট) পাকিস্তানের  প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আখতার নওয়াজের সঙ্গে বেলুচিস্তানে অবস্থান করছিলেন।

এ ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ টুইটারে একটি বার্তা দিয়েছেন। তিনি বলেন, আর্মি এভিয়েশনের হেলিকপ্টার নিখোঁজ হওয়ার খবর খুবই উদ্বেগজনক। বন্যাদুর্গত এলাকায় ত্রাণ তৎপরতায় নিয়োজিত কর্মীদের নিরাপত্তা ও প্রত্যাবর্তনের জন্য গোটা জাতি আল্লাহর কাছে প্রার্থনা করছে।

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানও সামরিক বিমান নিখোঁজ হওয়ার পর সামাজিক যোগাযোগ  মাধ্যমে লেখেন,  আর্মি এভিয়েশনের হেলিকপ্টার নিখোঁজ হওয়া উদ্বেগজনক এবং আরোহী সবার জন্য প্রার্থনা করছি।এদিকে শীর্ষ সামরিক কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টার নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি।

 

প্রসঙ্গতও, প্রবল বন্যায় কবলিত বালোচিস্তানে ইতিমধ্যেই ৪৭৮ জন মারা গিয়েছে। পাক সেনা সূত্রে খবর, উদ্ধারকার্য খতিয়ে দেখার জন্যই  ছয় সেনা কর্তাকে নিয়ে বালোচিস্তানে গিয়েছিল একটি হেলিকপ্টার। কিন্তু মাঝ আকাশেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কপ্টারটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখনই অনুমান করা গিয়েছিল, হয়তো ভেঙে পড়েছে কপ্টারটি।আর তারপর  এই ঘটনা।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বন্যাত্রাণে গিয়ে ভেঙে পড়ল সামরিক কপ্টার,মৃত্যু ৬ সেনা ও লেফটেন্যান্ট জেনারেলের

আপডেট : ২ অগাস্ট ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ পাকিস্তানে ত্রাণ দিতে গিয়ে ৬ সেনাসহ একটি হেলিকপ্টার ভেঙে পড়ে সেনার বিমান। এই ঘটনায় মৃত্যু হয়েছে ছয় সামরিক শীর্ষকর্তার। তার মধ্যে অন্যতম লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলি।

 

আরও পড়ুন: মহড়া চলাকালীন ভেঙে পড়ল ভারতীয় সেনার চিতা হেলিকপ্টার, নিখোঁজ ২ পাইলট

উল্লেখ্য,স্থানীয় সময় সোমবার (১ আগস্ট) বন্যাকবলিত এলাকায় ত্রাণ অভিযান পরিচালনার সময় দেশটির দক্ষিণাঞ্চলে ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে।  ভয়াবহ ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন পাকিস্তানের প্রাক্তন এবং বর্তমান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: আগুনের ফুলকি! বিমান বিভ্রাটের কবলে ইন্ডিগো, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা

 

আরও পড়ুন: চিনের রকেট আছড়ে পড়ল সুলু সাগরে

প্রসঙ্গতও, গত কয়েক সপ্তাহ ধরে বেলুচিস্তানের বন্যা কবলিত জেলাগুলোতে ত্রাণ তৎপরতায় হেলিকপ্টারসহ সামরিক বাহিনী ও সরঞ্জাম নিয়োজিত রয়েছে।চলতি সপ্তাহের সোমবার (০১ আগস্ট) পাকিস্তানের  প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আখতার নওয়াজের সঙ্গে বেলুচিস্তানে অবস্থান করছিলেন।

এ ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ টুইটারে একটি বার্তা দিয়েছেন। তিনি বলেন, আর্মি এভিয়েশনের হেলিকপ্টার নিখোঁজ হওয়ার খবর খুবই উদ্বেগজনক। বন্যাদুর্গত এলাকায় ত্রাণ তৎপরতায় নিয়োজিত কর্মীদের নিরাপত্তা ও প্রত্যাবর্তনের জন্য গোটা জাতি আল্লাহর কাছে প্রার্থনা করছে।

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানও সামরিক বিমান নিখোঁজ হওয়ার পর সামাজিক যোগাযোগ  মাধ্যমে লেখেন,  আর্মি এভিয়েশনের হেলিকপ্টার নিখোঁজ হওয়া উদ্বেগজনক এবং আরোহী সবার জন্য প্রার্থনা করছি।এদিকে শীর্ষ সামরিক কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টার নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি।

 

প্রসঙ্গতও, প্রবল বন্যায় কবলিত বালোচিস্তানে ইতিমধ্যেই ৪৭৮ জন মারা গিয়েছে। পাক সেনা সূত্রে খবর, উদ্ধারকার্য খতিয়ে দেখার জন্যই  ছয় সেনা কর্তাকে নিয়ে বালোচিস্তানে গিয়েছিল একটি হেলিকপ্টার। কিন্তু মাঝ আকাশেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কপ্টারটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখনই অনুমান করা গিয়েছিল, হয়তো ভেঙে পড়েছে কপ্টারটি।আর তারপর  এই ঘটনা।