০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চুরির অভিযোগে বইমেলায় গ্রেফতার অভিনেত্রী রূপা দত্ত, উদ্ধার প্রচুর পরিমান টাকা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৩ মার্চ ২০২২, রবিবার
  • / 74

অভিযুক্ত অভিনেত্রী

পুবের কলম প্রতিবেদকঃ সমাপ্তির আগের দিন কলকাতা বইমেলা প্রাঙ্গণ থেকে গ্রেফতার এক মহিলা। পকেটমারের অভিযোগে শনিবার রাতে কালীঘাটের বাসিন্দা রূপা দত্ত নামের মহিলাকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। পুলিশের জেরায় সময়ে ধৃত রূপা নিজেকে বলিউড অভিনেত্রী বলে পরিচয় দেন।

পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যা ৬ টা নাগাদ গিল্ড অফিস সংলগ্ন ডাস্টবিনে রূপাদেবীর হাত থেকে একটি ব্যাগ ফেলাকে ঘিরে সন্দেহের দানা বাঁধে বইমেলার নজরদারির দায়িত্বে থাকা বিধাননগর কমিশনারেটের নিরাপত্তারক্ষীদের। বিষয়টি হাল্কা নেননি পুলিশ। মুহুর্তের মধ্যে মহিলাকে আটক করে জিজ্ঞাসবাদ শুরু করেন কর্তব্যরতরা। পুলিশের সেই জেরার মুখে ভেঙে পড়েন অভিযুক্ত রূপাদেবী। ব্যাপারটি আরও খোলসা করতে মহিলা পুলিশ কর্মীদের ডেকে রূপাদেবীর ফেলে দেওয়া ব্যাগে তল্লাশি হয়। আর তাতেই চোখ কপালে উঠে যাওয়ার জো তদন্তকারীদের। কমিশনারেট পুলিশ সূত্রে খবর, অভিনেত্রীর ব্যাগ থেকে পাওয়া যায় মহিলা ও পুরুষ উভয়ের কতগুলো মানিব্যাগ। যার মধ্যে থেকে ৬৫ হাজার ৭৬০ টাকা উদ্ধার হয়। ভিন্ন প্রকার এতগুলো মানিব্যাগ কোথায় পেলেন অভিনেত্রী? পুলিশের এই প্রশ্নের জবাবে কোন সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত রূপা। এরপরে তাঁকে বিধাননগর উত্তর থানায় নিয়ে যান পুলিশ। সেখানে পুলিশের জেরার মুখে অভিনেত্রী জানান, বইমেলার ভিড়ের সুযোগ নিয়ে দর্শনার্থীদের পকেট কেটে ব্যাগগুলি জোগাড় করে সে। প্রসঙ্গত, বিগত কয়েক দিন ধরেই পুলিশের কাছে বইমেলায় পকেটমারির অভিযোগ জমা পড়ছিল ভুরি ভুরি। সেই অসামাজিক কর্ম ঠেকাতে বাড়ান হয় পুলিশের নজরদারি। অভিনেত্রীকে গ্রেফতার তারই সাফল্য বলে মনে করছেন কমিশনারেট শীর্ষ কর্তারা। তবে একজন অভিনেত্রী কেন এমন অপকর্মের সঙ্গে জড়িত। কিংবা এর পেছনে বড় কোন চক্র বা উদ্দেশ্য রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: ওডিশার নাবালিকাকে যৌন হেনস্থা, গ্রেফতার স্ব-ঘোষিত গুরু

আরও পড়ুন: তন্ত্রমন্ত্রে অসুখ সারানোর আশ্বাস, নাবালিকাকে ঘরে নিয়ে গিয়ে যৌন হেনস্তা ধর্মগুরুর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চুরির অভিযোগে বইমেলায় গ্রেফতার অভিনেত্রী রূপা দত্ত, উদ্ধার প্রচুর পরিমান টাকা

আপডেট : ১৩ মার্চ ২০২২, রবিবার

পুবের কলম প্রতিবেদকঃ সমাপ্তির আগের দিন কলকাতা বইমেলা প্রাঙ্গণ থেকে গ্রেফতার এক মহিলা। পকেটমারের অভিযোগে শনিবার রাতে কালীঘাটের বাসিন্দা রূপা দত্ত নামের মহিলাকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। পুলিশের জেরায় সময়ে ধৃত রূপা নিজেকে বলিউড অভিনেত্রী বলে পরিচয় দেন।

পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যা ৬ টা নাগাদ গিল্ড অফিস সংলগ্ন ডাস্টবিনে রূপাদেবীর হাত থেকে একটি ব্যাগ ফেলাকে ঘিরে সন্দেহের দানা বাঁধে বইমেলার নজরদারির দায়িত্বে থাকা বিধাননগর কমিশনারেটের নিরাপত্তারক্ষীদের। বিষয়টি হাল্কা নেননি পুলিশ। মুহুর্তের মধ্যে মহিলাকে আটক করে জিজ্ঞাসবাদ শুরু করেন কর্তব্যরতরা। পুলিশের সেই জেরার মুখে ভেঙে পড়েন অভিযুক্ত রূপাদেবী। ব্যাপারটি আরও খোলসা করতে মহিলা পুলিশ কর্মীদের ডেকে রূপাদেবীর ফেলে দেওয়া ব্যাগে তল্লাশি হয়। আর তাতেই চোখ কপালে উঠে যাওয়ার জো তদন্তকারীদের। কমিশনারেট পুলিশ সূত্রে খবর, অভিনেত্রীর ব্যাগ থেকে পাওয়া যায় মহিলা ও পুরুষ উভয়ের কতগুলো মানিব্যাগ। যার মধ্যে থেকে ৬৫ হাজার ৭৬০ টাকা উদ্ধার হয়। ভিন্ন প্রকার এতগুলো মানিব্যাগ কোথায় পেলেন অভিনেত্রী? পুলিশের এই প্রশ্নের জবাবে কোন সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত রূপা। এরপরে তাঁকে বিধাননগর উত্তর থানায় নিয়ে যান পুলিশ। সেখানে পুলিশের জেরার মুখে অভিনেত্রী জানান, বইমেলার ভিড়ের সুযোগ নিয়ে দর্শনার্থীদের পকেট কেটে ব্যাগগুলি জোগাড় করে সে। প্রসঙ্গত, বিগত কয়েক দিন ধরেই পুলিশের কাছে বইমেলায় পকেটমারির অভিযোগ জমা পড়ছিল ভুরি ভুরি। সেই অসামাজিক কর্ম ঠেকাতে বাড়ান হয় পুলিশের নজরদারি। অভিনেত্রীকে গ্রেফতার তারই সাফল্য বলে মনে করছেন কমিশনারেট শীর্ষ কর্তারা। তবে একজন অভিনেত্রী কেন এমন অপকর্মের সঙ্গে জড়িত। কিংবা এর পেছনে বড় কোন চক্র বা উদ্দেশ্য রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: ওডিশার নাবালিকাকে যৌন হেনস্থা, গ্রেফতার স্ব-ঘোষিত গুরু

আরও পড়ুন: তন্ত্রমন্ত্রে অসুখ সারানোর আশ্বাস, নাবালিকাকে ঘরে নিয়ে গিয়ে যৌন হেনস্তা ধর্মগুরুর