৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দূর্ঘটনায় পরিযায়ী শ্রমিকদের মর্মান্তিক মৃত্যুর প্রেক্ষিতে শোক দিবস পালন ও ক্ষতিপূরণের দাবি  

ইনামুল হক, বসিরহাটঃ  নানা দূর্ঘটনায় পরিযায়ী শ্রমিকদের মর্মান্তিক মৃত্যুর প্রেক্ষিতে মাইগ্রান্ট ওয়ার্কার্স অফ ওয়েস্ট  বেঙ্গল সারা বাংলার সাথে শনিবার বসিরহাটেও শোক দিবস পালন করল। এ সম্পর্কে সংগঠনের রাজ্য সম্পাদক জয়ন্ত সাহা এক প্রেস বিবৃতিতে জানান, সম্প্রতি মুম্বাই এর ওরেলি, উত্তর প্রদেশের বরাবঁকি, দক্ষিণ ২৪পরগনার বকুলতলা সহ নানা ধরণের দূর্ঘটনায় পরিযায়ী শ্রমিকদের মর্মান্তিক মৃত্যুতে সংগঠনের ডাকা আজকের সারা বাংলা শোক দিবসে রাজ্যের প্রায়  সমস্ত জেলার নানা স্থানে শোক বেদীতে পুষ্পার্পণ, নীরবতা পালনের মধ্য দিয়ে পরিযায়ী শ্রমিকরা প্রয়াতদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করে।সংগঠনের অভিমত শ্রমিকদের কল্যাণ ও সুরক্ষার প্রশ্নে  ১৯৭৯ এর পরিযায়ী শ্রমিক আইনের যথোপযুক্ত বাস্তবায়নে সরকার সচেষ্ট থাকলে এধরণের দূর্ঘটনা বহুলাংশে রোধ করা সম্ভব হতো।নিহতের পরিবারের একজনের চাকরি ও দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং আহতের  পরিবারকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ,সুরক্ষা সহ নানা দাবিতে আগামী ১০ই আগষ্ট দাবি দিবস আহ্বান করা হচ্ছে। ওইদিন  রাজ্যের সমস্ত জেলা -মহকুমা -ব্লক আধিকারিককে ডেপুটেশন দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন ।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

পাঁচ জেলায় সবচেয়ে বেশি নাম বাদ, তামিলনাড়ুতে ১২.৪৩ লক্ষ ভোটারকে শুনানির নোটিস কমিশনের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দূর্ঘটনায় পরিযায়ী শ্রমিকদের মর্মান্তিক মৃত্যুর প্রেক্ষিতে শোক দিবস পালন ও ক্ষতিপূরণের দাবি  

আপডেট : ৮ অগাস্ট ২০২১, রবিবার

ইনামুল হক, বসিরহাটঃ  নানা দূর্ঘটনায় পরিযায়ী শ্রমিকদের মর্মান্তিক মৃত্যুর প্রেক্ষিতে মাইগ্রান্ট ওয়ার্কার্স অফ ওয়েস্ট  বেঙ্গল সারা বাংলার সাথে শনিবার বসিরহাটেও শোক দিবস পালন করল। এ সম্পর্কে সংগঠনের রাজ্য সম্পাদক জয়ন্ত সাহা এক প্রেস বিবৃতিতে জানান, সম্প্রতি মুম্বাই এর ওরেলি, উত্তর প্রদেশের বরাবঁকি, দক্ষিণ ২৪পরগনার বকুলতলা সহ নানা ধরণের দূর্ঘটনায় পরিযায়ী শ্রমিকদের মর্মান্তিক মৃত্যুতে সংগঠনের ডাকা আজকের সারা বাংলা শোক দিবসে রাজ্যের প্রায়  সমস্ত জেলার নানা স্থানে শোক বেদীতে পুষ্পার্পণ, নীরবতা পালনের মধ্য দিয়ে পরিযায়ী শ্রমিকরা প্রয়াতদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করে।সংগঠনের অভিমত শ্রমিকদের কল্যাণ ও সুরক্ষার প্রশ্নে  ১৯৭৯ এর পরিযায়ী শ্রমিক আইনের যথোপযুক্ত বাস্তবায়নে সরকার সচেষ্ট থাকলে এধরণের দূর্ঘটনা বহুলাংশে রোধ করা সম্ভব হতো।নিহতের পরিবারের একজনের চাকরি ও দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং আহতের  পরিবারকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ,সুরক্ষা সহ নানা দাবিতে আগামী ১০ই আগষ্ট দাবি দিবস আহ্বান করা হচ্ছে। ওইদিন  রাজ্যের সমস্ত জেলা -মহকুমা -ব্লক আধিকারিককে ডেপুটেশন দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন ।