০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অবস্থা নিয়ন্ত্রণে থাকলে পুজোর পর স্কুল খোলার ভাবনা রাজ্যে: মমতা

পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যে আগামী ১৫ আগস্ট পর্যন্ত চলছে করোনা বিধিনিষেধ। সংক্রমণের কথা মাথায় রেখে করোনা বিধিনিষেধ ধীর গতিতে শিথিল করার দিকেই এগিয়েছে মমতা বন্দ্যোপাধ্যয়ের সরকার। আজ বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় জানালেন, রাজ্যে অবস্থা নিয়ন্ত্রণে থাকলে  একদিন অন্তর একদিক স্কুল খোলা হতে পারে বলে। এদিন করোনা মোকাবিলায় গঠিত গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ডের প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৃহস্পতিবার নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় রোডম্যাপ তৈরি নিয়ে এ দিনের বৈঠকে আলোচনা করেন তিনি। বৈঠকের শেষে সাংবাদিক মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, পুজোর পরই রাজ্যে স্কুল খোলার পরিকল্পনা রয়েছে। কোভিড পরিস্থিতি যদি ঠিক থাকে, তবে একদিন ছাড়া একদিন স্কুল খোলা হতে পারে। কোন ক্লাস থেকে পড়ুয়ারা স্কুলে আসবে সে ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্তের কথা জানাননি তিনি। সেই সঙ্গে কলেজ খোলা নিয়ে এদিন মুখ্যমন্ত্রীকে কিছু বলতে শোনা যায়নি।

করোনা সচেতনতার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী এদিন আবারও সবাইকে কোভিড বিধিনিষেধ মেনে চলতে বলেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রতিদিন ১১ লক্ষ ভ্যাকসিন দিতে পারে বাংলা। তবে কেন্দ্র ভ্যাকসিন না পাঠালে, আমরা বাজার থেকে কিনতে পারছি না। মমতা এদিন বলেন, কোন রাজ্যে বেশি পাচ্ছে তা নিয়ে আমার কিছু বলার নেই। তবে রাজ্যে ভ্যাকসিন না থাকলে একসঙ্গে দশ হাজার লোককে ভ্যাকসিন দেব কি করে! ভ্যাকসিন যে রকম পাব, সেই ভাবেই আমরা মানুষকে ভ্যাকসিন দিতে পারব। মমতা গলায় এদিন ফের শোনা যায় কেন্দ্রের বঞ্চনা সুর। তিনি বলেন, গুজরাটে জনসংখ্যার হিসেবে বাংলা প্রায় অর্ধেক ভ্যাকসিন পেয়েছে।  

সর্বধিক পাঠিত

যোগী রাজ্যে ফের ধর্ষণের শিকার তেরো বছরের বালিকা, তদন্তে পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অবস্থা নিয়ন্ত্রণে থাকলে পুজোর পর স্কুল খোলার ভাবনা রাজ্যে: মমতা

আপডেট : ৫ অগাস্ট ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যে আগামী ১৫ আগস্ট পর্যন্ত চলছে করোনা বিধিনিষেধ। সংক্রমণের কথা মাথায় রেখে করোনা বিধিনিষেধ ধীর গতিতে শিথিল করার দিকেই এগিয়েছে মমতা বন্দ্যোপাধ্যয়ের সরকার। আজ বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় জানালেন, রাজ্যে অবস্থা নিয়ন্ত্রণে থাকলে  একদিন অন্তর একদিক স্কুল খোলা হতে পারে বলে। এদিন করোনা মোকাবিলায় গঠিত গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ডের প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৃহস্পতিবার নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় রোডম্যাপ তৈরি নিয়ে এ দিনের বৈঠকে আলোচনা করেন তিনি। বৈঠকের শেষে সাংবাদিক মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, পুজোর পরই রাজ্যে স্কুল খোলার পরিকল্পনা রয়েছে। কোভিড পরিস্থিতি যদি ঠিক থাকে, তবে একদিন ছাড়া একদিন স্কুল খোলা হতে পারে। কোন ক্লাস থেকে পড়ুয়ারা স্কুলে আসবে সে ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্তের কথা জানাননি তিনি। সেই সঙ্গে কলেজ খোলা নিয়ে এদিন মুখ্যমন্ত্রীকে কিছু বলতে শোনা যায়নি।

করোনা সচেতনতার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী এদিন আবারও সবাইকে কোভিড বিধিনিষেধ মেনে চলতে বলেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রতিদিন ১১ লক্ষ ভ্যাকসিন দিতে পারে বাংলা। তবে কেন্দ্র ভ্যাকসিন না পাঠালে, আমরা বাজার থেকে কিনতে পারছি না। মমতা এদিন বলেন, কোন রাজ্যে বেশি পাচ্ছে তা নিয়ে আমার কিছু বলার নেই। তবে রাজ্যে ভ্যাকসিন না থাকলে একসঙ্গে দশ হাজার লোককে ভ্যাকসিন দেব কি করে! ভ্যাকসিন যে রকম পাব, সেই ভাবেই আমরা মানুষকে ভ্যাকসিন দিতে পারব। মমতা গলায় এদিন ফের শোনা যায় কেন্দ্রের বঞ্চনা সুর। তিনি বলেন, গুজরাটে জনসংখ্যার হিসেবে বাংলা প্রায় অর্ধেক ভ্যাকসিন পেয়েছে।