২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষণের পর নাবালিকাকে জীবন্ত পুড়িয়ে হত্যা, দুই অভিযুক্তকে ফাঁসির সাজা দিল রাজস্থান আদালত

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২০ মে ২০২৪, সোমবার
  • / 17

পুবের কলম, ওয়েবডেস্ক: নাবালিকাকে ধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনায় দুই অভিযুক্তকে ফাঁসির সাজা শোনালো রাজস্থান আদালত। রাজস্থানের ভিলওয়ারার পকসো আদালত সোমবার ধর্ষণের ঘটনায় যুগান্তকারী রায় দিল। মেয়েটির ওপর পাশবিক অত্যাচার চালানোর পর তাকে কয়লা চুল্লিতে জীবন্ত পুড়িয়ে মারে দুই অপরাধী।

অভিযুক্ত দুই আসামী কালু লাল ও তার ভাই কানহাকে শনিবার দোষী সাব্যস্ত করে আদালত। গত বছরের আগস্টে এই নারকীয় অপরাধের ঘটনাটি ঘটে। প্রমাণ নষ্ট করার জন্য আরও সাতজন খালাস পেয়েছে। বিশেষ পাবলিক প্রসিকিউটর মহাবীর সিং কিশনাওয়াত জানান, এই খালাসের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হবে তারা।

আদালত সূত্রে খবর, দুবছর আগে ১৪ বছরের নাবালিকা গরু চড়াতে গিয়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। দুই অভিযুক্ত তাকে অপহরণ করে ধর্ষণ করার পর কয়লার চুল্লিতে জীবন্ত পুড়িয়ে মারে। আদালতের কাছে ফরেনসিক রিপোর্ট জমা পড়েছে, সেখানে জীবন্ত পুড়িয়ে মারার প্রমাণ মিলেছে। চুল্লির বাইরে মেয়েটির হাতের বালা, চপ্পল খুঁজে পায় তার পরিবারের লোকেরা। অনেক খোঁজাখুঁজির পরে নাবালিকার অর্ধদগ্ধ দেহ পুকুর থেকে উদ্ধার হয় গত ৪ আগস্ট। ভিলওয়ারা পুলিশ সুপার আদর্শ সিধু জানান, নাবালিকার শরীরের কিছু অংশ চুল্লিতে ছিল, প্রমাণ লোপাটের জন্য দেহের বাকি অংশ পুকুরে ফেলা হয়। এই ঘটনাকে বিরলের থেকে বিরলতম ঘটনা আখ্যা দিয়ে আদালত দুই অপরাধীকে ফাঁসির সাজা দিয়েছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ধর্ষণের পর নাবালিকাকে জীবন্ত পুড়িয়ে হত্যা, দুই অভিযুক্তকে ফাঁসির সাজা দিল রাজস্থান আদালত

আপডেট : ২০ মে ২০২৪, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: নাবালিকাকে ধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনায় দুই অভিযুক্তকে ফাঁসির সাজা শোনালো রাজস্থান আদালত। রাজস্থানের ভিলওয়ারার পকসো আদালত সোমবার ধর্ষণের ঘটনায় যুগান্তকারী রায় দিল। মেয়েটির ওপর পাশবিক অত্যাচার চালানোর পর তাকে কয়লা চুল্লিতে জীবন্ত পুড়িয়ে মারে দুই অপরাধী।

অভিযুক্ত দুই আসামী কালু লাল ও তার ভাই কানহাকে শনিবার দোষী সাব্যস্ত করে আদালত। গত বছরের আগস্টে এই নারকীয় অপরাধের ঘটনাটি ঘটে। প্রমাণ নষ্ট করার জন্য আরও সাতজন খালাস পেয়েছে। বিশেষ পাবলিক প্রসিকিউটর মহাবীর সিং কিশনাওয়াত জানান, এই খালাসের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হবে তারা।

আদালত সূত্রে খবর, দুবছর আগে ১৪ বছরের নাবালিকা গরু চড়াতে গিয়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। দুই অভিযুক্ত তাকে অপহরণ করে ধর্ষণ করার পর কয়লার চুল্লিতে জীবন্ত পুড়িয়ে মারে। আদালতের কাছে ফরেনসিক রিপোর্ট জমা পড়েছে, সেখানে জীবন্ত পুড়িয়ে মারার প্রমাণ মিলেছে। চুল্লির বাইরে মেয়েটির হাতের বালা, চপ্পল খুঁজে পায় তার পরিবারের লোকেরা। অনেক খোঁজাখুঁজির পরে নাবালিকার অর্ধদগ্ধ দেহ পুকুর থেকে উদ্ধার হয় গত ৪ আগস্ট। ভিলওয়ারা পুলিশ সুপার আদর্শ সিধু জানান, নাবালিকার শরীরের কিছু অংশ চুল্লিতে ছিল, প্রমাণ লোপাটের জন্য দেহের বাকি অংশ পুকুরে ফেলা হয়। এই ঘটনাকে বিরলের থেকে বিরলতম ঘটনা আখ্যা দিয়ে আদালত দুই অপরাধীকে ফাঁসির সাজা দিয়েছে।