০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বোলপুরে শুরু হল ৪০তম বীরভূম জেলা বইমেলা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, শনিবার
  • / 48

দেবশ্রী মজুমদার, বোলপুর: শনিবার ৪০ তম বীরভূম জেলা বইমেলা উদ্বোধন হলো বোলপুরের স্টেডিয়াম মাঠে।   এদিন ৪০ তম বইমেলার উদ্বোধন করলেন বিশিষ্ট সাহিত্যিক নলিনী বেরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার সূচনা  হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিষ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলাশাসক বিধান রায়, বোলপুরের মহকুমা শাসক অয়ন নাথ, বোলপুর পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপারসন পর্ণা ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিরা। এদিনের বইমেলার মঞ্চ থেকে বেশ কয়েকটি বইয়ের আত্মপ্রকাশ হয়।

জানা গিয়েছে, আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে বইমেলা।  এবার করোনা পরিস্থিতি কিছুটা হলেও  স্বাভাবিক হওয়ায় মেলায় বইয়ের স্টল সংখ্যা বাড়ানো হয়েছে। মেলায় লিটিল ম্যাগাজিন, আদিবাসী সাহিত্য সহ সর্বমোট  ৬৯ টি  স্টল করা হয়েছে।  মেলায় পর্যাপ্ত মাক্স ও স্যানিটাইজারের ব‍্যবস্থা করা হয়েছে । তবে করোনার কারণে  ভিড় নিয়ন্ত্রণে রাখতে মেলায় এবারও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন: বন দফতরের আপত্তিতে বসন্ত উৎসব নিষিদ্ধ বোলপুরের সোনাঝুরিতে

আরও পড়ুন: ২০২৪ সালের মধ্যেই উত্তরবঙ্গে হেলথ সিটি ও মেডিকেল কলেজ, প্রত্যয়ী বার্তা বোলপুরের মাটি থেকে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বোলপুরে শুরু হল ৪০তম বীরভূম জেলা বইমেলা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, শনিবার

দেবশ্রী মজুমদার, বোলপুর: শনিবার ৪০ তম বীরভূম জেলা বইমেলা উদ্বোধন হলো বোলপুরের স্টেডিয়াম মাঠে।   এদিন ৪০ তম বইমেলার উদ্বোধন করলেন বিশিষ্ট সাহিত্যিক নলিনী বেরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার সূচনা  হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিষ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলাশাসক বিধান রায়, বোলপুরের মহকুমা শাসক অয়ন নাথ, বোলপুর পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপারসন পর্ণা ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিরা। এদিনের বইমেলার মঞ্চ থেকে বেশ কয়েকটি বইয়ের আত্মপ্রকাশ হয়।

জানা গিয়েছে, আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে বইমেলা।  এবার করোনা পরিস্থিতি কিছুটা হলেও  স্বাভাবিক হওয়ায় মেলায় বইয়ের স্টল সংখ্যা বাড়ানো হয়েছে। মেলায় লিটিল ম্যাগাজিন, আদিবাসী সাহিত্য সহ সর্বমোট  ৬৯ টি  স্টল করা হয়েছে।  মেলায় পর্যাপ্ত মাক্স ও স্যানিটাইজারের ব‍্যবস্থা করা হয়েছে । তবে করোনার কারণে  ভিড় নিয়ন্ত্রণে রাখতে মেলায় এবারও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন: বন দফতরের আপত্তিতে বসন্ত উৎসব নিষিদ্ধ বোলপুরের সোনাঝুরিতে

আরও পড়ুন: ২০২৪ সালের মধ্যেই উত্তরবঙ্গে হেলথ সিটি ও মেডিকেল কলেজ, প্রত্যয়ী বার্তা বোলপুরের মাটি থেকে