কাঁথিতে বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখে নিন এক নজরে

- আপডেট : ৩ ডিসেম্বর ২০২২, শনিবার
- / 7
পুবের কলম ওয়েব ডেস্কঃ কাঁথিতে অভিষেকের সভা।
কি বললেন তৃণমূল নেতা দেখে নিন এক নজরে
১ মমতার ভরসার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে – নাম না করেই শুভেন্দুকে দুষলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের পিঠ বাঁচাতে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি।
২ মেদিনীপুরের কলঙ্ককে বিতাড়িত করতে হবে – নাম না করে নিশানা শুভেন্দুকে। বিশ্বাস ঘাতক মুক্ত মেদিনীপুর গড়ার ডাক। আসব শুনেই লেজ গুটিয়ে ডায়মণ্ড হারবারে, সামনে এসে লড়াই করুন- চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
৩ মমতা বন্দ্যোপাধ্যায় যাকে ভরসা করে জেলার দায়িত্ব দিয়েছিলেন, তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। তখন সবাই ভেবেছিল তৃণমূলের কি হবে? কিন্তু দুই মেদিনীপুর ঝাড়গ্রামের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় এনেছেন। হলদিয়ায় সভা করেছিলাম, তারপর পরিবর্তন এসেছে।হলদিয়া থেকে টাকা তোলা বন্ধ করে দিয়েছে। পূর্ব মেদিনীপুরের এই বিশ্বাসঘাতককে বাংলার মানুষ ৫০০ বছর মনে রাখবে। ডিসেম্বরে মেদিনীপুরের প্রতি এলাকায় বিশ্বাসঘাতকমুক্ত করতে সভা হবে। আগামীদিনেও বিশ্বাসঘাতকদের বিতাড়িত করবে পূর্ব মেদিনীপুর। কথায় কথায় বলেন তার পরিবার ব্রিটিশদের তাড়িয়েছে।
৪ ডায়মন্ড হারবারে মিটিং করতে গেছে, ডেকরেটর সরঞ্জাম দিচ্ছে না, দোষ দিচ্ছে অভিষেককে। শালীনতা ছাড়িয়ে আমার স্ত্রী, সন্তান ,শ্যালিকাকেও আক্রমণ করছেন। আর এদিকে শুভেন্দু অমিত শাহর পায়ে হাত দিয়ে প্রণাম করেন।
৫ ইডি-সিবিআই যতবার ডেকেছে গিয়েছি, মাথানত করিনি। ক্ষমতা থাকলে আমাকে জেলে ঢোকান, শুভেন্দুকে কটাক্ষ অভিষেকের।
৬ মারিশদায় ৪৮ ঘণ্টার মধ্যে পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানের ইস্তফা চাই। পূর্ব মেদিনীপুরে দুর্নীতির অভিযোগ সব থেকে বেশি। যারা মানুষের টাকা নিয়ে পকেট ভরিয়েছে, সবার তালিকা আমার কাছে রয়েছে। দুর্নীতি করলে প্রশাসন জেলে ঢোকাবে। উন্নয়নের টাকা কার পকেটে ঢুকেছে দেখব। দরকারে সুপ্রিম কোর্টে যাব।
৭ ডিসেম্বর মাসেই একটু দরজা খুলবো। মানুষ সার্টিফিকেট দিলে পঞ্চায়তে টিকিট। দাদা-দিদির পা ধরে টিকিট মিলবে না। ২ মাসের মধ্যে আবার আসব। পূর্ব মেদিনীপুরেও এক ফোনে অভিষেক করবো। পঞ্চায়েত ভোট নির্বিঘ্নে হবে – মন্তব্য তৃণমূল নেতার।
৮ হেরেছে বলে বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্র। দিল্লির টাকা লাগবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখুন।