০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জার্মানি কে হারিয়ে জিতল জাপান, স্টেডিয়াম সাফাই করে হৃদয় জিতলেন জাপ সমর্থকরা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৪ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 99

 

 

আরও পড়ুন: Women’s Asia Cup Hockey 2025: এশিয়া কাপ হকিতে ফাইনালে ভারত

 

আরও পড়ুন: জাপানে দুই দিনের গুরুত্বপূর্ণ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

পুবের কলম ওয়েবডেস্ক:  “আপনি আচরি শিখাও অপরে” এই বাংলা প্রবাদটি জাপানের নাগরিকরা জানেননা, জানার কথাও  নয়। কিন্তু স্টেডিয়াম সাফাই করে  তাঁরা দৃষ্টান্ত রেখে গেলেন তাতে বোধহয় এই কথাই বলা যায়। ঠিক কি ঘটেছিল? বুধবার জার্মানিকে হারিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করেছে উদীয়মান সূর্যের দেশ জাপান। জাপানের খেলোয়াড়রা তো খেলা দিয়ে জয় করলেন হৃদয়। জাপ সমর্থকরা করলেন পরিচ্ছনতার নজির গড়ে।

আরও পড়ুন: কৃত্রিম রক্ত তৈরি করলেন জাপানি বিজ্ঞানীরা

খেলা দেখতে এসে দর্শকরা স্টেডিয়ামে যেমন খেলা দেখেন তেমন খাওয়া দাওয়া চলে নানা ধরনের প্ল্যাকার্ড,পোস্টার এইসবও খেলা শেষে ছড়িয়ে ছিটিয়ে থাকে। বুধবার খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের ছবিটাও ছিল একই রকম। তবে খেলা শেষে দেখা গেল এক অদ্ভুত ছবি। জাপানি সমর্থকরা হাতে তুলে নিয়েছেন ঝাড়ু। পুরো খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম তাঁরা ঝকঝকে করে তুলছেন। গোটা বিশ্বের ক্রীড়নুরাগীরা জাপানিজদের এই মানসিকতার ভূয়সী প্রশংসা করেছেন। নিয়মানুবর্তিতা আর শৃঙ্খলা কাকে বলে তা  আরও একবার শিখিয়ে গেলেন জাপানিরা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জার্মানি কে হারিয়ে জিতল জাপান, স্টেডিয়াম সাফাই করে হৃদয় জিতলেন জাপ সমর্থকরা

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার

 

 

আরও পড়ুন: Women’s Asia Cup Hockey 2025: এশিয়া কাপ হকিতে ফাইনালে ভারত

 

আরও পড়ুন: জাপানে দুই দিনের গুরুত্বপূর্ণ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

পুবের কলম ওয়েবডেস্ক:  “আপনি আচরি শিখাও অপরে” এই বাংলা প্রবাদটি জাপানের নাগরিকরা জানেননা, জানার কথাও  নয়। কিন্তু স্টেডিয়াম সাফাই করে  তাঁরা দৃষ্টান্ত রেখে গেলেন তাতে বোধহয় এই কথাই বলা যায়। ঠিক কি ঘটেছিল? বুধবার জার্মানিকে হারিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করেছে উদীয়মান সূর্যের দেশ জাপান। জাপানের খেলোয়াড়রা তো খেলা দিয়ে জয় করলেন হৃদয়। জাপ সমর্থকরা করলেন পরিচ্ছনতার নজির গড়ে।

আরও পড়ুন: কৃত্রিম রক্ত তৈরি করলেন জাপানি বিজ্ঞানীরা

খেলা দেখতে এসে দর্শকরা স্টেডিয়ামে যেমন খেলা দেখেন তেমন খাওয়া দাওয়া চলে নানা ধরনের প্ল্যাকার্ড,পোস্টার এইসবও খেলা শেষে ছড়িয়ে ছিটিয়ে থাকে। বুধবার খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের ছবিটাও ছিল একই রকম। তবে খেলা শেষে দেখা গেল এক অদ্ভুত ছবি। জাপানি সমর্থকরা হাতে তুলে নিয়েছেন ঝাড়ু। পুরো খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম তাঁরা ঝকঝকে করে তুলছেন। গোটা বিশ্বের ক্রীড়নুরাগীরা জাপানিজদের এই মানসিকতার ভূয়সী প্রশংসা করেছেন। নিয়মানুবর্তিতা আর শৃঙ্খলা কাকে বলে তা  আরও একবার শিখিয়ে গেলেন জাপানিরা।