০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ট্র্যাক ছেড়ে বোল্ট এবার আইপিএলে

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১ ডিসেম্বর ২০২১, বুধবার
  • / 63

পুবের কলম ওয়েবডেস্কঃ বিদ্যুৎ গতির কারণে উইসেইন বোল্টকে তাই ডাকা হয় ‘লাইটনিং বোল্ট’ হিসাবে। ট্র্যাক ছাড়াও বোল্টের ফুটবল ও ক্রিকেটের প্রতি টান রয়েছে। অবসর নেওয়ার পর ইংলিশ প্রিমিয়ার লিগেও খেলার কথা জানিয়েছিলেন।এবার ক্রিকেটে আসার কথা জানালেন তিনি।ক্রিকেট খেলার প্রতি দারুণ আগ্রহও দেখিয়েছেন তিনি।

কিন্তু নানা কারণে আর ব্যস্ততায় ক্রিকেট খেলা হয়ে উঠেনি বোল্টের। পূরণ না হওয়া ইচ্ছার কথাই আবারও জানালেন তিনি। সম্প্রতি একটি সামিটে ক্রিকেট বিশ্লেষক ও ইতিহাসবিদ আয়াজ মেননের সঙ্গে মজার করেই আইপিএলে খেলার ইচ্ছার কথা জানান বোল্ট। মেননের প্রশ্নের জবাবেই আইপিএল খেলার ইচ্ছার কথা জানালেন।

আরও পড়ুন: IPL 2024-25: ব্যর্থ মরশুমের পর KKR-এ বড় পরিবর্তন, কোচের পদ ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত

আইপিএল খেলতে আগ্রহী কিনা? এমন এক প্রশ্নের জবাবে বোল্ট বলেন, ‘ আমি অবশ্যই ক্রিকেট খেলতে চাই। আমি অনুশীলন শুরু করে নিজেকে তৈরি করে নিতে চাই। তারপর নিজেকে তৈরি করে নেব আইপিএলের জন্য।’ ক্রিকেটের প্রতি ভালোবাসার কথা জানিয়ে বোল্ট বলেন, ‘আমি একজন ক্রিকেটারই হতে চেয়েছিলাম। পেসবোলার হিসাবেই আমার হাতেখড়ি।কিন্তু আমার দৌড়ের গতি দেখে কোচ ট্র্যাক নামার পরামর্শ দেন। তবে এখন সুযোগ পেলে আবারও ক্রিকেট খেলতে পারি।’

আরও পড়ুন: আইপিএল জয়ের পর চ্যাম্পিয়ন দলের উদযাপনে নির্দেশিকা তৈরি করছে বোর্ড

 

আরও পড়ুন: শাপমোচন, প্রথমবার আইপিএল ট্রফি জয় বিরাট ও আরসিবির

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ট্র্যাক ছেড়ে বোল্ট এবার আইপিএলে

আপডেট : ১ ডিসেম্বর ২০২১, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ বিদ্যুৎ গতির কারণে উইসেইন বোল্টকে তাই ডাকা হয় ‘লাইটনিং বোল্ট’ হিসাবে। ট্র্যাক ছাড়াও বোল্টের ফুটবল ও ক্রিকেটের প্রতি টান রয়েছে। অবসর নেওয়ার পর ইংলিশ প্রিমিয়ার লিগেও খেলার কথা জানিয়েছিলেন।এবার ক্রিকেটে আসার কথা জানালেন তিনি।ক্রিকেট খেলার প্রতি দারুণ আগ্রহও দেখিয়েছেন তিনি।

কিন্তু নানা কারণে আর ব্যস্ততায় ক্রিকেট খেলা হয়ে উঠেনি বোল্টের। পূরণ না হওয়া ইচ্ছার কথাই আবারও জানালেন তিনি। সম্প্রতি একটি সামিটে ক্রিকেট বিশ্লেষক ও ইতিহাসবিদ আয়াজ মেননের সঙ্গে মজার করেই আইপিএলে খেলার ইচ্ছার কথা জানান বোল্ট। মেননের প্রশ্নের জবাবেই আইপিএল খেলার ইচ্ছার কথা জানালেন।

আরও পড়ুন: IPL 2024-25: ব্যর্থ মরশুমের পর KKR-এ বড় পরিবর্তন, কোচের পদ ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত

আইপিএল খেলতে আগ্রহী কিনা? এমন এক প্রশ্নের জবাবে বোল্ট বলেন, ‘ আমি অবশ্যই ক্রিকেট খেলতে চাই। আমি অনুশীলন শুরু করে নিজেকে তৈরি করে নিতে চাই। তারপর নিজেকে তৈরি করে নেব আইপিএলের জন্য।’ ক্রিকেটের প্রতি ভালোবাসার কথা জানিয়ে বোল্ট বলেন, ‘আমি একজন ক্রিকেটারই হতে চেয়েছিলাম। পেসবোলার হিসাবেই আমার হাতেখড়ি।কিন্তু আমার দৌড়ের গতি দেখে কোচ ট্র্যাক নামার পরামর্শ দেন। তবে এখন সুযোগ পেলে আবারও ক্রিকেট খেলতে পারি।’

আরও পড়ুন: আইপিএল জয়ের পর চ্যাম্পিয়ন দলের উদযাপনে নির্দেশিকা তৈরি করছে বোর্ড

 

আরও পড়ুন: শাপমোচন, প্রথমবার আইপিএল ট্রফি জয় বিরাট ও আরসিবির