১৯ জুলাই ২০২৫, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শারাকে হত্যার আহ্বান ইসরাইলি মন্ত্রীর

ইমামা খাতুন
  • আপডেট : ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
  • / 42

তেল আবিব, ১৭ জুলাই: ইসরাইলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমাদ আল-শারাকে হত্যার আহ্বান জানিয়ে নতুন এক অশান্তি ছড়াচ্ছেন, যা পশ্চিম এশিয়ার উত্তেজনাকে আরও জোরদার করছে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বারের মতো কোনো ইসরাইলি মন্ত্রী এমন অমানবিক উস্কানি দিলেন, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি।

বেন গাভির একটি ভিডিয়ো বার্তায় বলেন, ‘সিরিয়ার ভয়াবহ পরিস্থিতি প্রমাণ করে, যারা জিহাদে লিপ্ত তাদের সঙ্গে কোনো আলোচনার স্থান নেই। যাঁরা হত্যা করে, ধর্ষণ করে, অপমান করে;তাদের ধ্বংস করা ছাড়া বিকল্প নেই।’ এর মাধ্যমে তিনি স্পষ্টভাবে সিরিয়ার রাষ্ট্রপ্রধানকে খুন করার হুমকি দিয়েছেন।

এ দিকে, সিরিয়ার সেনাবাহিনীর ‘রেড ব্যান্ডস’ নামে একটি বিশেষ বাহিনী ইসরাইলের এই আগ্রাসন ও হত্যার হুমকির বিরুদ্ধে কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়েছে। তারা ঘোষণা করেছে, যদি প্রেসিডেন্ট আল-শারাকে কোনওরকম ক্ষতি হয়, তাহলে ইসরাইল ‘রক্তের নদী’ দেখবে। ইসরাইলের চ্যানেল ১২ জানিয়েছে, সিরিয়ায় কয়েকদিনব্যাপী সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী। হামলার জন্য ড্রোন এবং যুদ্ধবিমানগুলো স্থানান্তর করা হচ্ছে। চ্যানেলের তথ্য অনুযায়ী, গাজা থেকে সিরিয়ায় পাঠানোর জন্য ৯৮তম ডিভিশন প্রস্তুত রাখা হয়েছে।

এ দিকে, দক্ষিণাঞ্চলীয় সুইদা প্রদেশেও ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে। ইসরাইলি সেনাবাহিনীর একটি প্যারাট্রুপার ব্রিগেডও সিরিয়ায় পৌঁছানোর অপেক্ষায় রয়েছে। এখনও পর্যন্ত সিরিয়ার ওই এলাকায় প্রায় ১৬০টি ড্রোন ও যুদ্ধবিমান হামলা চালানো হয়েছে। একজন ইসরাইলি কর্মকর্তা জানান, গোলান হাইটসে সেনা মোতায়েন করা হচ্ছে কয়েকদিনের লড়াইয়ের প্রস্তুতির জন্য। তিনি আরও বলেন, ‘এই ব্যাপারে আমেরিকানদের সঙ্গে বার্তা আদান-প্রদান হয়েছে।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শারাকে হত্যার আহ্বান ইসরাইলি মন্ত্রীর

আপডেট : ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার

তেল আবিব, ১৭ জুলাই: ইসরাইলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমাদ আল-শারাকে হত্যার আহ্বান জানিয়ে নতুন এক অশান্তি ছড়াচ্ছেন, যা পশ্চিম এশিয়ার উত্তেজনাকে আরও জোরদার করছে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বারের মতো কোনো ইসরাইলি মন্ত্রী এমন অমানবিক উস্কানি দিলেন, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি।

বেন গাভির একটি ভিডিয়ো বার্তায় বলেন, ‘সিরিয়ার ভয়াবহ পরিস্থিতি প্রমাণ করে, যারা জিহাদে লিপ্ত তাদের সঙ্গে কোনো আলোচনার স্থান নেই। যাঁরা হত্যা করে, ধর্ষণ করে, অপমান করে;তাদের ধ্বংস করা ছাড়া বিকল্প নেই।’ এর মাধ্যমে তিনি স্পষ্টভাবে সিরিয়ার রাষ্ট্রপ্রধানকে খুন করার হুমকি দিয়েছেন।

এ দিকে, সিরিয়ার সেনাবাহিনীর ‘রেড ব্যান্ডস’ নামে একটি বিশেষ বাহিনী ইসরাইলের এই আগ্রাসন ও হত্যার হুমকির বিরুদ্ধে কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়েছে। তারা ঘোষণা করেছে, যদি প্রেসিডেন্ট আল-শারাকে কোনওরকম ক্ষতি হয়, তাহলে ইসরাইল ‘রক্তের নদী’ দেখবে। ইসরাইলের চ্যানেল ১২ জানিয়েছে, সিরিয়ায় কয়েকদিনব্যাপী সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী। হামলার জন্য ড্রোন এবং যুদ্ধবিমানগুলো স্থানান্তর করা হচ্ছে। চ্যানেলের তথ্য অনুযায়ী, গাজা থেকে সিরিয়ায় পাঠানোর জন্য ৯৮তম ডিভিশন প্রস্তুত রাখা হয়েছে।

এ দিকে, দক্ষিণাঞ্চলীয় সুইদা প্রদেশেও ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে। ইসরাইলি সেনাবাহিনীর একটি প্যারাট্রুপার ব্রিগেডও সিরিয়ায় পৌঁছানোর অপেক্ষায় রয়েছে। এখনও পর্যন্ত সিরিয়ার ওই এলাকায় প্রায় ১৬০টি ড্রোন ও যুদ্ধবিমান হামলা চালানো হয়েছে। একজন ইসরাইলি কর্মকর্তা জানান, গোলান হাইটসে সেনা মোতায়েন করা হচ্ছে কয়েকদিনের লড়াইয়ের প্রস্তুতির জন্য। তিনি আরও বলেন, ‘এই ব্যাপারে আমেরিকানদের সঙ্গে বার্তা আদান-প্রদান হয়েছে।’