স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে তলব করল হাইকোর্ট

- আপডেট : ২২ জুন ২০২২, বুধবার
- / 63
পুবের কলম প্রতিবেদক: নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে একের পর এক সিবিআই তদন্তের নির্দেশে জেরবার স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। আদালতে সঠিক তথ্য না দিতে পারার জন্য এবার কমিশনের চেয়ারম্যানকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ স্কুল এসএসসি’র চেয়ারম্যান সিদ্ধার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছে কলকাতা হাইকোর্ট।
২০১৬ সালের ভুগোল-সহ অন্যান্য বিষয়ে র্যা ঙ্কের উপরে থাকা প্রার্থীদের বদল নিচের দিকে থাকা প্রার্থীদের চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে গত ৭ জুন স্কুল সার্ভিস কমিশনকে একটা রিপোর্ট ফাইল করতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। নিচের দিকে র্যা ঙ্ক থাকার পরেও কী করে প্রার্থীদের নিযুক্ত করা হয়েছিল, তা জানতে চায় আদালত।
অভিযোগ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সে সম্পর্কে আদালতে সঠিক তথ্য দিতে পারেনি। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও আদালতে তথ্য দেয়নি এসএসসি। তাই বুধবার আদালত নির্দেশ দিয়েছে, কমিশনের চেয়ারম্যানকে বৃহস্পতিবার সকালে হাজিরা দিতে হবে।
এ দিন মামলার শুনানির সময় স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়, আপাতত কমিশনের ডেটা-রুম রয়েছে সিবিআইয়ের হাতে। সেই কারণে তারা কিছুই করতে পারেনি। তখন বিচারপতি মান্থা জানতে চান স্কুল সার্ভিস কমিশন সিবিআইয়ের কাছে ডেটা-রুম ব্যবহারের কোনও আবেদন করা হয়েছিল কিনা। কিন্তু কমিশন এ বিষয়ে সদুত্তর দিতে পারেনি। তারপরই বিচারপতি এসএসসি’র চেয়ারম্যানকে তলব করেন।