০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
এবারের বৃত্তি পরীক্ষা শুরু ৩ অক্টোবর

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ৪ এপ্রিল ২০২৩, মঙ্গলবার
- / 9
পুবের কলম প্রতিবেদক: এবারের বৃত্তি পরীক্ষা শুরু ৩ অক্টোবর। ২০২৩ সালেও সেই পরীক্ষা হবে বলে জানিয়ে দিল রাজ্যের প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ। চলতি বছরে পুজোর মুখে এই পরীক্ষার আয়োজন করা হয়েছে। এর জন্য কিছুদিনের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে বলে পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে চলতি বছরের ৩ অক্টোবর থেকে এই পরীক্ষা শুরু হবে। চলবে ৭ অক্টোবর পর্যন্ত।
উল্লেখ্য, ১৯৯২ সাল থেকে এই পরীক্ষা হয়ে আসছে। রবিবার ২০২২-এর বৃত্তি পরীক্ষার কৃতী পড়ুয়াদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কলকাতার প্রেসিডেন্সি কলেজের ডিরোজিও হলে। সেখানে ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৪৫০ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হয়।