০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মগরাহাট কলেজে শুরু হল ঐকতান বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৯ নভেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 31

 

 

আরও পড়ুন: ব্রেকিং: আতঙ্কের মধ্যেই আজ যাত্রা শুরু করল করমণ্ডল এক্সপ্রেস

 

আরও পড়ুন: আন্দোলন জারি, চাকরিতে যোগ দিলেন সাক্ষী-বজরং-বিনেশরা

 

আরও পড়ুন: ব্রহ্মা মন্দিরে পুজো দিয়ে মরুরাজ্যে ভোট প্রচার শুরু প্রধানমন্ত্রীর

ওবাইদুল্লা লস্কর, মগরাহাটঃ মগরাহাট কলেজে শুরু হল তিনদিন ব্যাপী ঐকতান বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান । মঙ্গলবার ফিতে কেটে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাধিপতি সামিমা সেখ৷  এছাড়া মগরাহাট রেল স্টেশন বা বাসমোড় থেকে কলেজে আসার রাস্তাটি সংকীর্ণ হওয়ায় ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার্তে রাস্তাটি চওড়া করে দেওয়ার অঙ্গীকার করেন সামিমা৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, বিধায়ক নমিতা সাহা, বিডিও সেখ আবদুল্লাহ, ওসি আবদুস সামাদ আনসারি, জেলা কর্মাধ্যক্ষ তথা কলেজ পরিচালন সমিটি সভাপতি হায়দায় আলি মল্লিক, অধ্যক্ষ আশিষ মুখোপাধ্যায় প্রমুখ৷ওবাইদুল্লা লস্কর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মগরাহাট কলেজে শুরু হল ঐকতান বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, মঙ্গলবার

 

 

আরও পড়ুন: ব্রেকিং: আতঙ্কের মধ্যেই আজ যাত্রা শুরু করল করমণ্ডল এক্সপ্রেস

 

আরও পড়ুন: আন্দোলন জারি, চাকরিতে যোগ দিলেন সাক্ষী-বজরং-বিনেশরা

 

আরও পড়ুন: ব্রহ্মা মন্দিরে পুজো দিয়ে মরুরাজ্যে ভোট প্রচার শুরু প্রধানমন্ত্রীর

ওবাইদুল্লা লস্কর, মগরাহাটঃ মগরাহাট কলেজে শুরু হল তিনদিন ব্যাপী ঐকতান বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান । মঙ্গলবার ফিতে কেটে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাধিপতি সামিমা সেখ৷  এছাড়া মগরাহাট রেল স্টেশন বা বাসমোড় থেকে কলেজে আসার রাস্তাটি সংকীর্ণ হওয়ায় ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার্তে রাস্তাটি চওড়া করে দেওয়ার অঙ্গীকার করেন সামিমা৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, বিধায়ক নমিতা সাহা, বিডিও সেখ আবদুল্লাহ, ওসি আবদুস সামাদ আনসারি, জেলা কর্মাধ্যক্ষ তথা কলেজ পরিচালন সমিটি সভাপতি হায়দায় আলি মল্লিক, অধ্যক্ষ আশিষ মুখোপাধ্যায় প্রমুখ৷ওবাইদুল্লা লস্কর