মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়া যুবকের বিরুদ্ধে কড়া ধারায় মামলা

- আপডেট : ৪ জুলাই ২০২২, সোমবার
- / 13
পুবের কলম প্রতিবেদক: কঠোর নিরাপত্তার বলয় ভেদ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকে পড়েন এক যুবক। সোমবার অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে ধৃত ওই যুবকের পরিচয় জানা গেল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম নাম হাফিজুল মোল্লা। ৩১ বছর বয়সি ওই যুবকের বাড়ি উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদের নারায়ণপুর এলাকায়।
সোমবার ধৃত যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৫৮ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ক্ষতিকারক উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে ধৃতের বিরুদ্ধে।
সোমবার তাঁকে আলিপুর আদালতে তোলা হয়। অভিযুক্তকে ১১ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।
গত শনিবার রাতেই মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে বাড়ির চৌহদ্দির ভিতরে ঢুকে পড়েন ওই যুবক। রবিবার সকালে তাঁকে আটক করেন মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা রক্ষীরা। গ্রেফতারের পর ধৃতকে কালীঘাট থানার হাতে তুলে দেওয়া হয়।
আর এই ঘটনার পরই মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠে। মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তায় এতবড় গাফিলতি কী করে হল, তার তদন্তও শুরু হয়েছে। লালবাজারে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা বৈঠকে বসেন। এরপরই মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা আরও বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয় নবান্ন।
রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তায় কীভাবে বিঘ্ন ঘটল এবং তা কী করে আরও জোরদার করা যায়, তা নিয়ে আলোচনা করতে নবান্নে বৈঠক করেন স্বরাষ্ট্র সচিব, কলকাতা পুলিশের কমিশনার ও ডিরেক্টর অফ সিকিউরিটি। ওই দিন কোন কোন পুলিশকর্মী মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাঁদের ভূমিকা কী ছিল, এ সবই খতিয়ে দেখা হচ্ছে নবান্নের পক্ষ থেকে।