০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এক দিন আগে শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধনে আমন্ত্রণ পেলেন মুখ্যমন্ত্রী

পুবের কলম ওয়েবডেস্ক: রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শিয়ালদহ মেট্রো প্রকল্পের উদ্বোধনে আমন্ত্রণ জানানো কথা ঘোষণা করল পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একালব্য চক্রবর্তী। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত উদ্বোধন হবে সোমবার। কিন্তু এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হবে না। এ কথা জানা মাত্রই ক্ষোভে ফেটে পড়েন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘‘বাংলার মানুষকে এভাবে বোকা বানানো যায় না। বাংলার মানুষ জানেন, এই মেট্রো প্রকল্প মমতাদির পরিকল্পনা। যখন মমতাদি রেলমন্ত্রী।’’ তিনি আরও বলেন, ‘‘জমি দেওয়া থেকে শুরু করে একাধিক সমস্যা ছিল। সব ক্ষেত্রেই রাজ্য সরকার সহযোগিতা করেছে। বাহানা করে উদ্বোধন থেকে রাজ্যকে বঞ্চিত করা হচ্ছে। মমতা যাওয়ার জন্য লালিত নয়।’’

এরপরই রবিবার পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একালব্য বলেন, ‘‘মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়-সহ ওই এলাকার বিধায়ককেও আমন্ত্রণ পাঠানো হচ্ছে।’’ তিনি আরও বলেন, রেলের নিয়মানুযায়ী কোনও রাজ্যে কোনও রেল প্রকল্পের উদ্বোধন হলে মুখ্যমন্ত্রীর পাশাপাশি, স্থানীয় নির্বাচিত প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো বাধ্যতামূলক। সেই নিয়ম মেনেই সবাইকে তাঁদের বাড়িতে আমন্ত্রণপত্র পাঠানো হবে।
প্রসঙ্গত, সোমবার বিকেল ৫টায় ভার্চুয়ালি এই স্টেশনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এক দিন আগে শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধনে আমন্ত্রণ পেলেন মুখ্যমন্ত্রী

আপডেট : ১০ জুলাই ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শিয়ালদহ মেট্রো প্রকল্পের উদ্বোধনে আমন্ত্রণ জানানো কথা ঘোষণা করল পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একালব্য চক্রবর্তী। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত উদ্বোধন হবে সোমবার। কিন্তু এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হবে না। এ কথা জানা মাত্রই ক্ষোভে ফেটে পড়েন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘‘বাংলার মানুষকে এভাবে বোকা বানানো যায় না। বাংলার মানুষ জানেন, এই মেট্রো প্রকল্প মমতাদির পরিকল্পনা। যখন মমতাদি রেলমন্ত্রী।’’ তিনি আরও বলেন, ‘‘জমি দেওয়া থেকে শুরু করে একাধিক সমস্যা ছিল। সব ক্ষেত্রেই রাজ্য সরকার সহযোগিতা করেছে। বাহানা করে উদ্বোধন থেকে রাজ্যকে বঞ্চিত করা হচ্ছে। মমতা যাওয়ার জন্য লালিত নয়।’’

এরপরই রবিবার পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একালব্য বলেন, ‘‘মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়-সহ ওই এলাকার বিধায়ককেও আমন্ত্রণ পাঠানো হচ্ছে।’’ তিনি আরও বলেন, রেলের নিয়মানুযায়ী কোনও রাজ্যে কোনও রেল প্রকল্পের উদ্বোধন হলে মুখ্যমন্ত্রীর পাশাপাশি, স্থানীয় নির্বাচিত প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো বাধ্যতামূলক। সেই নিয়ম মেনেই সবাইকে তাঁদের বাড়িতে আমন্ত্রণপত্র পাঠানো হবে।
প্রসঙ্গত, সোমবার বিকেল ৫টায় ভার্চুয়ালি এই স্টেশনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।