২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আলু চাষি বাঁচাও আন্দোলনে সারা ভারত কৃষক সভার পথ অবরোধ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ মার্চ ২০২৩, শনিবার
  • / 26

শুভজিৎ দেবনাথ:  আলুর দাম কুইন্টাল প্রতি এক হাজার টাকা এবং আলুর বন্ডের কালোবাজারি রুখতে শনিবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল সারা ভারত কৃষক সভার ধূপগুড়ি ব্লক কমিটি। আলু চাষ এবং আলু চাষি বাঁচাও আন্দোলনে চার দফা দাবিতে পথ অবরোধ ডাক দেওয়া হয়েছে সারা ভারত কৃষক সভার তরফে।

রাজ্য সরকারকে আলুর দাম কুইন্টাল প্রতি এক হাজার টাকা দিতে হবে। হিমঘরে আলু সংরক্ষণে চাষিদের অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি আলুর বন্ডের কালোবাজারি বন্ধ করতে হবে।

আরও পড়ুন: বিক্ষোভের ৭ মাস : রাজধানীতে ঢোকার পরিকল্পনা কৃষকদের

এই সমস্ত দাবিতে এদিন ধূপগুড়ি শহরে মিছিল করে মায়ের স্থানের সামনে জাতীয় সড়ক অবরোধ করা হয়। রীতিমত জাতীয় সড়কের উপরে বসে চলে আন্দোলন।

ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা সহ বিশাল পুলিশ বাহিনী। প্রায় ৩০ মিনিট অবরোধ চলে। পরবর্তী সারা ভারত কৃষক সভার তরফে তাদের দাবি পত্র ধূপগুড়ি থানার আইসির হাতে তুলে দেয়। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আলু চাষি বাঁচাও আন্দোলনে সারা ভারত কৃষক সভার পথ অবরোধ

আপডেট : ১১ মার্চ ২০২৩, শনিবার

শুভজিৎ দেবনাথ:  আলুর দাম কুইন্টাল প্রতি এক হাজার টাকা এবং আলুর বন্ডের কালোবাজারি রুখতে শনিবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল সারা ভারত কৃষক সভার ধূপগুড়ি ব্লক কমিটি। আলু চাষ এবং আলু চাষি বাঁচাও আন্দোলনে চার দফা দাবিতে পথ অবরোধ ডাক দেওয়া হয়েছে সারা ভারত কৃষক সভার তরফে।

রাজ্য সরকারকে আলুর দাম কুইন্টাল প্রতি এক হাজার টাকা দিতে হবে। হিমঘরে আলু সংরক্ষণে চাষিদের অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি আলুর বন্ডের কালোবাজারি বন্ধ করতে হবে।

আরও পড়ুন: বিক্ষোভের ৭ মাস : রাজধানীতে ঢোকার পরিকল্পনা কৃষকদের

এই সমস্ত দাবিতে এদিন ধূপগুড়ি শহরে মিছিল করে মায়ের স্থানের সামনে জাতীয় সড়ক অবরোধ করা হয়। রীতিমত জাতীয় সড়কের উপরে বসে চলে আন্দোলন।

ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা সহ বিশাল পুলিশ বাহিনী। প্রায় ৩০ মিনিট অবরোধ চলে। পরবর্তী সারা ভারত কৃষক সভার তরফে তাদের দাবি পত্র ধূপগুড়ি থানার আইসির হাতে তুলে দেয়। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।