ভেজাল ওষুধ নিয়ে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

- আপডেট : ২১ মে ২০২৫, বুধবার
- / 22
পুবের কলম, ওয়েবডেস্ক: ভেজাল ওষুধ পশ্চিমবঙ্গে ঢুকছে। ভেজাল ওষুধ যাতে সরকারি হাসপাতালে ব্যবহার বা ওষুধের দোকানে বিক্রি না হয়, সে বিষয়ে রাজ্য প্রশাসনকে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গের ৮টি জেলার প্রশাসনকে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই ভেজাল ওষুধের বিষয়ে সতর্ক করেন প্রশাসনকে। বিশেষত জেলা ও ব্লক স্তরের স্বাস্থ্য আধিকারিকদের নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘গুজরাত এবং উত্তরপ্রদেশ থেকে ভেজাল ওষুধ এসেছে। সেগুলি যাতে ব্যবহার না-হয়, তা দেখতে হবে। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে তিন-চার দিন আগে বিজ্ঞাপন দিয়েছিলাম। সিএমওএইচ, বিএমওএইচদের বলব, হাসপাতালগুলির স্টোরে সেই সব ওষুধ রয়েছে কি না, তা দেখতে হবে। দরকারে হঠাৎ হানা দিতে হবে।’’ কোন কোন সংস্থার নামে, কোন কোন ওষুধ ভেজালের তালিকায়, সে ব্যাপারে মানুষকে জানাতে ওষুধের দোকানের সামনেও তালিকা টাঙানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।